মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার সেরা কিছু ট্রিকস, সঠিক ভাবে ফোকাস করার কৌশল, কিছু ফটোগ্রাফি দেখুন

ফটোগ্রাফির সংজ্ঞা:
Photo অর্থ আলো, আর Graph মানে আঁকা। Photography মানে আলো দিয়ে আঁকা। অর্থাৎ আলোকে কাজে লাগিয়ে টেকসই ফটো তৈরির পদ্ধতিকেই ফটোগ্রাফি বা আলোকচিত্র বলে। 


ফটোগ্রাফির সহজ কিছু টিপস:
১। ছবি উঠাতে যাচ্ছেন? সর্বপ্রথম নিজেকে জিজ্ঞেস করুন, কিসের ছবি উঠাচ্ছি? এর বক্তব্য কি?

২। মোবাইলের  ক্যামেরা ধরার সময় স্লিম ভাবে ধরুন, যাতে ক্লিক করলে ফোন নড়াচড়া না করে, 

৩। যে বস্তুর ছবি তুলবেন সেটাকে ফোকাস করুন, চারদিক ব্লার হওয়ার জন্য অপেক্ষা করুন, 

৪। ছবি তোলার সময় হাত যেনো না কাঁপে সেদিকে খেয়াল রাখুন। হাত শরীরের সাথে আড়ষ্ট করে রাখুন, প্রয়োজনে কোনো কিছুর সাথে হেলান দিয়ে ছবি তুলুন।

৫। ফটোগ্রাফির একটি গুরুত্বপূর্ন নিয়ম হচ্ছে ‘রুল অব থার্ড’। ধরুন আপনার সামনে সমুদ্র আর আকাশ। আপনি ফটোতে সমুদ্রকে গুরুত্ব দিচ্ছেন। তাহলে আপনাকে ফটোর তিন ভাগের দুই অংশ জুড়েই সমুদ্রকে রাখতে হবে আর বাকি এক অংশ আকাশ রাখতে হবে। ঠিক একই ভাবে যদি আকাশকে গুরুত্ব দেন তাহলে তিনভাগের দুইভাগ আকাশ রাখতে হবে আর একভাগ সমুদ্রকে রাখতে হবে।

Mobile. Redmi 4 Prime 




















2 Comments

Post a Comment

Previous Post Next Post
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন