মসজিদে জামা‘আতে ছালাত আদায়ের ফযীলত, অপরিহার্যতা ও গুরুত্ব



মহান আল্লাহ বান্দার উপর যে সমস্ত ইবাদত ফরয করেছেন, তার মধ্যে অন্যতম হলো ছালাত। ছালাত এমন একটি ইবাদত, যা একজন মুসলিম ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন কমপক্ষে পাঁচবার আদায় করতে হয়। এমনকি অসুস্থ অবস্থায় বসে বা শুয়ে হলেও আদায় করতে হয়, তবুও মাফ নেই। সাথে সাথে ইসলামে জামা‘আতের সঙ্গে ছালাত আদায়ের খুবই গুরুত্ব দেয়া হয়েছে। মহান আল্লাহ বলেন,وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ ‘তোমরা রুকূ‘কারীদের সাথে রুকূ‘ কর’ (বাক্বারাহ, ৪৩)। অর্থাৎ ছালাত আদায়কারীগণের সাথে ছালাত আদায় কর।


১. জামা‘আতের সঙ্গে ছালাত আদায়ের ফযীলত :

(১) রাসূল (ছাঃ) বলেন,

صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً ‘জামা‘আতের সঙ্গে আদায়কৃত ছালাতের ফযীলত একাকী আদায়কৃত ছালাত অপেক্ষা সাতাশ’ গুণ বেশী’।১ অন্য বর্ণনায় এসেছে,

 صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِخَمْسٍ وَعِشْرِينَ دَرَجَةً ‘জামা‘আতের সঙ্গে আদায়কৃত ছালাতের ফযীলত একাকী আদায়কৃত ছালাত অপেক্ষা পঁচিশ গুণ বেশী’।

(২) মুছল্লীদের সংখ্যা যত বেশী হবে,

জামা‘আতের সঙ্গে ছালাত আদায়ের ফযীলত তত বেশী হবে। রাসূল (ছাঃ) বলেন,

 إِنَّ صَلَاةَ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَى مِنْ صَلَاتِهِ وَحْدَهُ، وَصَلَاتُهُ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلَاتِهِ مَعَ الرَّجُلِ، وَمَا كَثُرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى

একজন ব্যক্তির একাকী ছালাত আদায় অপেক্ষা দু’জনের একত্রে ছালাত আদায় করা অধিক উত্তম এবং দু’জনের একত্রে ছালাত অপেক্ষা তিনজনের একত্রে ছালাত আদায় করা আরও অধিক উত্তম। এর অধিক জামা‘আতে যতই লোক বেশী হবে, ততই তা মহান আল্লাহর নিকট অধিক পসন্দনীয়’।৩

(৩) জামা‘আতের সঙ্গে একাধারে চল্লিশ দিন ছালাত আদায় করার বিশেষ মর্যাদা রয়েছে। 

রাসূল (ছাঃ) বলেন,

 مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَ لَهُ بَرَاءَتَانِ: بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ ‘

কোন ব্যক্তি আল্লাহ তা‘আলার সন্তোষ লাভের উদ্দেশ্যে একাধারে চল্লিশ দিন তাকবীরে তাহরীমাসহ জামা‘আতের সঙ্গে ছালাত আদায় করতে পারলে তাকে দু’টি নাজাতের ছাড়পত্র দেওয়া হয়- জাহান্নাম হতে নাজাত এবং মুনাফিক্বী হতে নাজাত’।

Post a Comment

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন