200MP ক্যামেরা ও 120W চার্জিংয়ের ফোন, এই সপ্তাহে লঞ্চ হচ্ছে দেখে নিন

রেডমি নোট ১২ প্রো ৫জি আগেই চীনে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান, যা প্রায় ২০ হাজার টাকার সমান

Xiaomi -র সাব ব্র্যান্ড রেডমি তাদের নতুন ৫জি ফোন Redmi Note 12 Pro 5G ভারতে লঞ্চ করতে চলেছে। আগামী ৫ জানুয়ারি ভারতে আত্মপ্রকাশ করছে ডিভাইসটি। সংস্থার তরফে জানানো হয়েছে যে, এতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফোনটি এর আগে চীনে লঞ্চ হয়েছিল।

আসুন ভারতে আসার আগে এই ফোনের সম্ভাব্য দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।


Redmi Note 12 Pro 5G এর সম্ভাব্য দাম

আগেই বলেছি রেডমি নোট ১২ প্রো ৫জি চীনে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান, যা প্রায় ২০ হাজার টাকার সমান। ফলে ভারতে এর দাম ২০ হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।


Redmi Note 12 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি ও ফ্লিপকার্ট গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের ফিচার টিজ করছে। জানা গেছে, এতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হবে। আর পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Redmi Note 12 Pro 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে, এই ক্যামেরাগুলি হতে পারে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস) সাপোর্ট সহ ২০০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi Note 12 Pro 5G ফোনে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।


Post a Comment

Previous Post Next Post
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন