২০২৩ ইজতেমায় যারা বয়ান করবেন তাদের নাম ও সময়সূচি


হজরত ইলিয়াস (রহ.) কর্র্তৃক প্রবর্তিত দাওয়াতে তাবলিগি সাথীদের বার্ষিক সম্মেলন। তাবলিগের কাজকে গতিশীল ও ইসলামের বাণী বিশ্বের মানুষের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমার;

যেখানে শতাধিক দেশের মানুষ অংশ নিয়ে থাকেন। ঘোষণা মতে, এবারের বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও, দুদিন আগেই মানুষ জমায়েত হয়েছেন। গত দুইবছরে করোনা মহামারৃির কারণে ইজতেমা হয়নি,  

তাই এই বছর লক্ষাধিক মানুষ নির্ধারিত সময়ের আগেই ইজতেমায় স্থান দখল করে নিয়েছেন।

ইজতেমার আনুষ্ঠানিকতার বড় অংশ হলো বয়ান। তাই পাঠকের জন্য কে কখন বয়ান করবেন, তা তুলে ধরা হলো। 

🔰 শুক্রবার যারা বয়ান পেশ করবেন, 

ফজরের পর মাঠে আম-বয়ান করবেন রায়বেন্ডের মাওলানা জিয়াউল হক

🔸সকাল ১০টায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে বিশেষ বয়ান করবেন আলীগড়ের প্রফেসর সানাউল্লাহ।

🔹একই সময়ে স্কুল, কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান করবেন পাকিস্তানের ড. নওশাদ।

🔸মাঠে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশে বয়ান করবেন হায়দরাবাদের মাওলানা আকবর শরীফ। 🔹আরব জামাতের উদ্দেশে বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেওলা।

🔸জুমার আগের আম-বয়ান ভারতের মাওলানা ইসমাইল গোদরা,

🔹জুমার খুতবা বাংলাদেশের মাওলানা যোবায়ের, জুমার পর মাঠের মূলমঞ্চ থেকে আম-বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা।

🔸বাদ-আসর আম-বয়ান মাওলানা যোবায়ের ও বাদ-মাগরিব আম-বয়ান ভারতের মাওলানা আহমদ লাট। অনুবাদ করবেন মাওলানা উমর ফারুক।

আরো পোস্ট দেখুন

২০২৩ বিশ্ব ইজতেমার ম্যাপ এবং জেলা ভিত্তিক খিত্তা নাম্বার প্রকাশ করা হয়েছে

🔰 শনিবার যারা বয়ান পেশ করবেন, 

🔸শনিবার ফজরের পর আম-বয়ান পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক

🔹সকাল ১০টায় আলেমদের উদ্দেশে বিশেষ-বয়ান ভারতের মাওলানা ইবরাহীম দেওলা, 

🔸মাদ্রাসার ছাত্রদের উদ্দেশে বিশেষ-বয়ান পাকিস্তানের মাওলানা খোরশিদ,

🔹আরব জামাতের উদ্দেশে বয়ান ভারতের মাওলানা আহমদ লাট,

🔸বোবা ও বধিরদের জন্য বয়ান ভারতের মাওলানা সানোয়ার,

🔹বিদেশি জামাতের উদ্দেশে ইংরেজি বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান।

🔸বাদ-জোহর আম-বয়ান ভারতের মাওলানা ফারুক,

🔹বাদ-আসর ভারতের মাওলানা যুহাইরুল হাসান এবং অনুবাদ করবেন মাওলানা যোবায়ের।

🔰 রবিবার যারা বয়ান পেশ করবেন

🔹বাদ-ফজর আম-বয়ান ভারতের মাওলানা আবদুর রহমান, 

🔸মোনাজাতের আগে বিশেষ হেদায়েতি-বয়ান মাওলানা ইবরাহীম দেওলা; অনুবাদ করবেন মাওলানা আবদুল মতিন।

🔹আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা যোবায়ের।

আখেরি মোনাজাত ১৫ তারিখ রবিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় অনুষ্ঠিত হবে।

ইজতেমার মাঠে ইকামত দেওয়ার পাশাপাশি মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মুফতি আমানুল্লাহ।

ফজরের আগে ঘুম থেকে জাগানো এবং উপস্থিত মুসল্লিদের জন্য বিভিন্ন নির্দেশনা দেবেন মাওলানা আব্দুর রশিদ।

তাশকিলের জিম্মাদার ইঞ্জিনিয়ার আনিস।

উলামা খিত্তার জিম্মাদার মাওলানা জাকির।

📌 শুক্রবার আসরের পরে সুন্নতি বিয়ে পড়ানো এবং খুতবা দেবেন মাওলানা যুহাইরুল হাসান।

মাঠের নামাজের সূচি :

জুমা ও জোহরের আজান ১টায়, জামাত ১.৩০ মিনিট। আসরের আজান ৩টা ৫৫ মিনিটে,

জামাত সোয়া ৪ টায়। জুমার নামাজের ইমামতি করবেন মাওলানা যোবায়ের।

এডমিন. কওমী কলম

Post a Comment

Previous Post Next Post
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন