আলো আর অন্ধকার? তুমি কি চিন্তা করে দেখো যেদিন তুমি পর্ন দেখেছো সেদিন আর যেদিন এগুলো থেকে দূরে ছিলে সেদিন কি এক? অথবা সমান? কোন দিনটি বেশি প্রোডাক্টিভ? কোন দিনটিতে তুমি আত্মবিশ্বাস টইটম্বুর হয়ে ছিলে? কোন দিন তুমি অনুভব করেছ এক অনাবিল প্রশান্তি?
পর্ণ দেখার বা হস্তমৈথুনের পরের সময় তার কথা চিন্তা করো। সোনালি রোদ্দুরে ভরা তোমার পৃথিবী এক মুহূর্তে স্যাঁতস্যাত হয়ে গেল।
বদ্ধ ঘরের ভেজা বাতাসে দলবেঁধে ভাসতে লাগল জীবনের সেই সব প্রশ্নগুলো,যার উত্তর তুমি এখনো পাওনি। একে একে আসতে শুরু করল জীবনের হিসেব না মেলা ঘটনা গুলো।
"ধুর! শালা! আমার জীবনটা তো পুরাপুরি নষ্ট হয়ে গেল, আমি একটা ফেলটুস,আমি একটা ফালতু, আমি একটা গান্ডু, আমি কিছু করতে পারি না, আমার দ্বারা কিচ্ছু হবে হবে না।
আকাশ থেকে নেমে এলো একজ্যাক বিষন্নতা, ছিনতাই করে নিয়ে গেল তোমার বেঁচে থাকার ইচ্ছেটাকে। তুমি হয়ে গেলে রিক্ত,নিঃস্ব এক সত্তায়। সব থেকে তোমার কিছু নেই, তুমি এক সর্বহারা। পরাজিত মানুষ। তুমি পুড়তে থাকলে। তপ্ত অশ্রু গাল বেয়ে ঝরে পড়ল। জানান দিল তোমার ভিতরের দহন।
ভাই আমার, তুমি কি চাইবে কোকেইন,হিরোইনের মত হার্ড ড্রাগে আসক্ত হতে, নিশ্চয়ই নয়। অবিশ্বাস্য হলেও সত্যি পর্নো আসক্তি ঠিক কঠিন বা হিরোইন আসক্তির মতো একই প্যাটার্ন ফলো করে। পর্ন আসক্তি ঠিক সেভাবেই তোমার মস্তিষ্কের গঠন বদলে দেয়, যেভাবে বদলে দেয় কোকেইন বা হিরোইনের মত হার্ড ড্রাগ।
ভাই আমার চুমুকে চুমুকে নীল বিষের পেয়ালা থেকে পান করে চলেছ,পর্ণ হস্তমৈথুনকে বানিয়ে রেখেছ ঠাট্টা, তামাশার বিষয় বস্তুতে, কখনো কি দেখেছ কি গভীর এক চোরা বালিতে তুমি ডুবে যাচ্ছ? ধীরে ধীরে...?
পর্ণ আসক্তির সঙ্গে নারী নির্যাতনের সরাসরি সংযোগ রয়েছে। অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে পর্ণ আসক্তি নারীদের প্রতি সিহিংসতাকে তীব্রভাবে উৎসাহিত করে।
ধর্ষনের অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে। তার মানে এই নয় যে যারা পর্ন দেখে তারাই সবাই ধর্ষন করতে বেরিয়ে পড়ে।
পর্ণ আসক্তিত কারণে যে ক্ষতি গুলো বেশি হয়
মনীষীদের বাণী
ইন্টারনেট পর্ন তরুণদের যৌন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে।
ডঃ কারলো ফরেস্টা
ইটালিয়ান সোসাইটি অফ অন্ডকোলজি এন্ড সেক্সুয়াল মেডিসিন প্রাক্তন সভাপতি
পর্ন হলো সেই কালপ্রিট যা আপনার যৌন জীবনের বারোটা বাজিয়ে দিবে। ডঃ হ্যারি ফিশ
কর্নেল বিশ্ববিদ্যালয় ইউরোলজিও রিপ্রোডাক্টিভ মেডিসিনের প্রফেসর।
পর্ণ আসক্তি পায়ের নিচে পিষে ফেলবে তোমার ভালোবাসার অনুভূতি গুলো। পবিত্র গুলো ভিজে যাবে কলুষতার ঘোর ভর্ষায়। নারীকে দেখবে শুধু যৌনবস্তু হিসাবে। নারী ও যে মানুষ, তারাও একটা মন আছে, একজোড়া চোখ রয়েছে, সেই চোখের ভিতর একটা আকাশ আছে, তোমার এই অনুধাবন শক্তি নষ্ট হয়ে যাবে।
নারী যেন শুধু একদলা মাংসপিণ্ড যা নিয়ে উদ্দাম ফুর্তি করা যায়। রাত কাটানো যায়, কিন্তু ভালবাসা যায় না, চোখের তারায় হারিয়ে যাওয়া যায় না।
পর্ণ আর চটিগল্প নারী-পুরুষের দেহ অন্তরঙ্গতার স্থায়িত্বকাল পদ্ধতি সম্পর্কে তোমাকে অতিরঞ্জিত, মিথ্যা ধারণা দিবে। কখনো এডিটিং, কখনো প্লাস্টিক সার্জারি, কখনো দিনের পর দিন শুটিং এর মাধ্যমে, নিজের এবং সঙ্গীনের দেহের আকার আকৃতি,
বিছানার পারফরম্যান্স নিয়ে তুমি ফ্যান্টান্সিতে ভুগবে। আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। বিয়ের পরে সৃষ্টি হবে অনেক জটিলতা। পর্ণ মুভি তোমাকে শেখাবে যৌন বিকৃতি গুলো খুবই স্বাভাবিক। সমকামিতার দিকে হাতছানি দিয়ে ডাকবে। তোমাকে শেখাবে চরম বিকৃত যৌনগুলো স্বাভাবিক, এগুলো আকর্ষণীয়, তৃপ্তিদায়ক। অথচ এগুলো মারাত্মক, ক্ষতিকর, অস্বাস্থ্যকর, নোংরা এবং নারীদের জন্য অত্যন্ত কষ্টকর।
ছাত্র জীবন অসাধারণ একটা সময়। এর প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করা উচিত। অন্ধকার রুমে একা একা বসে পর্ন দেখে, হস্তমৈথুন করে, হতাশা আর অস্থিরতায় জীবনটা দুর্বিষহ করে তুলছো কেন?
ঘর থেকে একটু বের হও। দেখো কত সুন্দর একটা পৃথিবী তোমার জন্য অপেক্ষা করে আছে। বন্ধুদের সাথে আড্ডা দাও, দলবেঁধে ঘুরতে যাও, সবুজ ঘাসের উপর খালি পায়ে হাটো, শুয়ে থেকে আকাশ দেখো, বৃষ্টিতে ভেজো, মাঠে খেলাধুলা করো, সাইক্লিং কর, দৌড়াও। খুব বেশি হতাশ লাগলে, মন খারাপ হলে মসজিদে যাও। তাক থেকে কোরআনের একটা কপি তুলে নাও। যে কোন পেজ বের করে পড়তে শুরু কর। দেখবে হতাশা, মন খারাপ কোথায় পালিয়ে যাবে।স্রেফ মসজিদে বসে থাকলেও দেখবে মন ভালো হয়ে যাবে।
আশরাফুল মাখলুকাত তুমি, সকল সৃষ্টির সেরা, সুন্দরতম তুমি কেন হবে পরাজিত? আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছ তুমি.. মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে আল্লাহর দাসে পরিণত করতে। সেই তুমি কেন পর্ণ, হস্তমৈথুনের দাসে পরিণত হবে? তুমি না খুব অহংকার করে বল মাই লাইফ, মাই চয়েজ, মাই রুলস? সেই অহংকারী তোমার জীবনটাকেই কেন নিয়ন্ত্রণ করবে পর্ণ, হস্তমৈথুন? কেন তোমার সুখের প্রহরগুলো ভিজে যাবে আক্ষেপের অশ্রুতে?
ভাই আমার, নীল অন্ধকারে আর কতকাল মাথাকুটে মরবে? কেন তুমি শুরু করছো না আলোর পথে তোমার সেই অভিযাত্রা? কবে তুমি বের হবে মুক্ত বাতাসের খোঁজে? একবার বের হয়েই দেখ না...
মিতালী হবে ঘাসফড়িং আর শিশিরের সঙ্গে। পাবেন নীল আকাশ, ঘাসফুল। পাবে মাটি, মানুষ, মৌলিক ভালোবাসা।
ঘন ঘন হস্তমৈথুনের কারণে একজন মানুষ লিঙ্গোথুানজনিত(Erection) সমস্যায় ভুগতে শুরু করবে। হস্তমৈথুনের সাথে সাথে পর্নোগ্রাফি দেখতে থাকলে একসময় যৌন মিলনের ক্ষমতায় এসে হারিয়ে ফেলবে।
ডঃ হ্যারি ফিশ
হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরনের(Testoterone) পরিমাণ কমে যায়।
শরীরে যদি টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়, তাহলে কি হতে পারে?
(১) ক্লান্তি ভাব।
(২) বিষন্নতা।
(৩) দুর্বল স্মৃতিশক্তি
(৪) মনোযোগ কমে যাওয়া।
(৫) অতিরিক্ত অস্থিরতা।
(৬) কম শারীরিক সক্ষমতা।
(৭) আত্মনিয়ন্ত্রণ কমে যাওয়া।
(৮) পুরুষ আলী আচরণ কমে যাওয়া।
(৯) আচারণে মিনমিনে ভাব আসা।
(১০) দ্রুত বীর্যপাত।
(১১) স্বাভাবিক যৌনক্রিয়া আগ্রহ না থাকা।
(১২) দৃষ্টিশক্তি কমে যাওয়া।
(১৩) মেরুদন্ডে ব্যথা।
(১৪) পেশি সুগঠিত না হওয়া।
(১৫) চুল পড়ে যাওয়া।
(১৬) শরীরের চর্বি জমে যাওয়া।
(১৭) হাড় ক্ষয় হয়ে যাওয়া।
আল্লাহ আমাদের সবাইকে পর্ণ ভিডিও দেখা এবং হস্তমৈথুন করা থেকে বেচে থাকার তৌফিক দান করুন 🤲🤲
Post a Comment