সদা সর্বদা আপদে বিপদে ইস্তেগফার পড়ুন আল্লাহকে স্বরণ করুন

 


★ আপনার আর্থিক সমস্যা? নিঃসন্তান দম্পতি? ইস্তিগফার করুন।  


🔹 فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا

🔹 يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا 

🔹 وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا

আল্লাহ তায়ালা বলেন,

🔸 তোমরা তোমাদের রব এর কাছে ক্ষমা চাও। নিশ্চয়‌ই তিনি অতীব ক্ষমাশীল।

🔸 তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন,

🔸 আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা দেবেন আর দেবেন নদী-নালা। 

(সূরা নূহ‌:১০-১২)


🔰আপনি পদোন্নতি চান? শক্তির উপর শক্তি বৃদ্ধি করা; এটা ধন-সম্পদে কিংবা কোনো পদোন্নিততে‌ হতে পারে! ইস্তিগফার করুন।

اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ

আল্লাহ তায়ালা বলেন,"তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই দিকে প্রত্যাবর্তন করো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি আরো বৃদ্ধি করবেন।" (সূরা হুদ‌:৫২)

🔰আপনার জীবনকে হালাল‌ভাবে উপভোগ করতে চান? তাহলে দেখুন, আল্লাহ কি বলছেন!


اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ ۖ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ

"তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য‌ এক উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং তিনি প্রত্যেক অধিক আমলকারীকে‌ তার প্রাপ্য মর্যাদা দান করবেন।" (সূরা হুদ‌:০৩)


🔰আপনি কি চান, আপনার জীবন আল্লাহর রহমত‌ দ্বারা ভরে যাক‌? 

لِمَ تَسْتَعْجِلُونَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۖ لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

"কেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছো না, যেন‌ তোমরা রহমত প্রাপ্ত হ‌ও।" (সূরা নামল:৪৬)


🔰আপনার গুনাহের‌ কারণে দুনিয়া ও আখিরাতে‌ শাস্তি থেকে নিরাপদে থাকতে চান? তাহলে আল্লাহর ঘোষণা শুনুন,

مَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ

"আল্লাহ তাদেরকে কখনো আযাবদানকারী নন এমতাবস্থায় যে, তারা ক্ষমা প্রার্থনা করছে।" (সূরা আনফাল‌:৩৩)

🔰সর্বশেষ, নিজের গুনাহ আল্লাহ মাফ করুন এটা চান‌? তাহলে‌ ইস্তিগফারের বিকল্প রাস্তা নেই। 

وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا

"আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি যুলম করবে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে ক্ষমাশীল, পরম দয়ালু হিসেবে পাবে।" (সূরা নিসা‌:১১০)

Post a Comment

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন