আলোচিত দাঈ ‘ইবিট লিও’ বাংলাদেশে দ্বিতীয় পর্বের ইজতেমায় আসতেছেন

আলোচিত দাঈ ‘ইবিট লিও’ বাংলাদেশ আসছেন, কে সেই এবিট লিও? Ebit Lew Malaysian entrepreneur
Ebit Lew

মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’খ্যাত ওস্তাদ ইবিট লিও বাংলাদেশে আসছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৫:৪৫ মিনিটে বিমানে বসা একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, 

‘Doakan nak ke Dhaka Bangladesh. Semoga menjadi asbab kebaikan. 

আমার জন্য দোয়া করবেন যেন আমি ঢাকা যেতে পারি।’

মাওঃ হারুন কওমী কলমকে জানান,  বর্তমানে তিনি বিদেশী মেহমানদের সাথে ইজতেমায় অবস্থান করছেন,, 

আলোচিত দাঈ ইবিট লিও একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম। তিনি মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্ম প্রচারক হিসেবে সব মহলে এভিট লিও নামে পরিচিত। তার পুরো নাম-ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম মুয়াডজম শাহে লিউ ইউ পাউ। ১১ জন ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। দ্বীনকে অনুসরণ করে ১২ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।


তিনি স্কুল (সেকোলাহ) কেবাংসান বুকিত রিদান, সেকোলাহ মেননগাহ কেবাংসান মুয়াডজম শাহ, পাহাং সেকোলাহ মেননগাহ টেকনিক জহুর বারু, এবং সেকোলা মেননগাহ কেবাংসান আবদুল রহমান তালিব, পাহাং থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।


ইবিট লিও দাতু ডা. হাজী মোহাম্মদ ফাদজিল্লাহ কামসাহ এবং অধ্যাপক হানিম তাহিরের পরিচালনায় এক্সেল প্রশিক্ষণের মোটিভেশনাল স্পিকার। তিনি সকলের প্রেরণাদানকারী, ইসলাম আগামা, ইসলাম ইতু ইন্দাহ, উসরাহ নূরানী, এবং আইকেআইএম এবং সিনার রেডিওর নিয়মিত বক্তা।

ইবিট লিও ২০১৫ সালে ‘মওলিদুর রসুল’ জাতীয় পুরস্কার এবং ২০২০ সালের ১৫ আগস্ট জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সমাজ বিনির্মাণে এবং মহামারি করোনার সময়ে মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় জাতীয় যুব দিবসের বিশেষ সম্মানে ভূষিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। এছাড়াও মানব কল্যাণে অবদান রাখায় সরকার কর্তৃক বিভিন্ন সময় তিনি একাধিক পুরস্কার পেয়েছেন।

Collected. OurIslam24.com

About the author

Qawmi Kolom
কওমি কলম ইসলামিক এবং টেকনোলজি বিষয়ক লেখালেখি করতে পছন্দ করে। বেফাক আপডেট, রেজাল্ট পাবলিশ, পিডিএফ বই, অ্যাপস রিভিউ ও টেলিগ্রাম লাইভ সাপোর্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন