এবারের ইজতেমায় দেশী-বিদেশী তাবলীগ জামাত বাহির হওয়ার তালিকা প্রকাশ


বিশ্ব ইজতেমা ঈমান জাগানিয়া এক মেহনতের নাম। সময়োপযোগী, কৌশলী, সাধারণ মুসলমানদের মাঝে দ্রুত দ্বীন আনয়নকারী কার্যকরী এক মেহনতের নাম। 

দাঈদের এক বৈশ্বিক সম্মেলন। আল্লাহ ওয়ালা এবং আল্লাহ ভোলা বান্দাদের এক সেতুবন্ধন। দুনিয়ামুখী বান্দাদের আল্লাহমুখী করার কৌশল নির্ধারণের সম্মেলন। সেখানে গুরু গম্ভীর ভাষায় মহান আল্লাহর বড়ত্ব ও মহিমা বর্ণনা করা হয়। 

দ্বীন প্রতিষ্ঠায় প্রিয় নবীজীর মেহনত-মুজাহাদা, ত্যাগ-তিতিক্ষার আলোচনা হয়। রাসুলের হেফাজত ও দ্বীনের আমানত রক্ষায় প্রাণ বিসর্জনকারী সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা হয়। তা শ্রোতাদের ভেতর ঈমানী চেতনা ও আমলের স্পৃহা জাগ্রত করে। 


দ্বীনের বাণী অন্যের কাছে পৌঁছানোর প্রেরণা তৈরি হয়। সৃষ্টি হয় খোদাভীরুতা, আখেরাত মুখিতা ও দুনিয়া বিমুখতা, সহনশীলতা ও ধৈর্যশীলতা। জাগ্রত হয় ভ্রাতৃত্ব ও সহমর্মিতা, অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও অগ্রাধিকার দেওয়ার মন মানসিকতা। অঙ্কুরিত হয় বিনয় ও নম্রতা এবং নিজেকে বিলিয়ে দেওয়ার মন মানসিকতা। সর্বোপরি ব্যক্তি জীবনে সুন্নাহ পালনের এক দৃঢ় ইচ্ছা ও পোষন করা।

দুনিয়ার বুকে পুনরায় পূর্ণাঙ্গ দ্বীনের প্রতিষ্ঠা ও বাস্তবায়ন। এবং অনুসারীদের শতভাগ দ্বীনের উপর প্রতিষ্ঠিত করন। যা সাহাবায়ে কেরাম ও খোলাফায়ে রাশেদীনের জমানায় বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল। 

আর এই লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের জন্য


এবারের শুরায়াী নেজামের ইজতেমার শেষ হওয়ার পরেই, তাবলীগ জামাতের উসুল অনুযায়ী পথ ভুলা মানুষদেরকে আল্লাহ মুখী করা এবং দ্বীন ইসলাম কে প্রচারের লক্ষ্যে হাজারো মানুষ জামাত ওয়ারী হয়ে এক চিল্লা তিন চিল্লায় যাওয়ার তালিকায় নাম লেখান, 

আলহামদুলিল্লাহ

এবারের বিশ্ব ইজতেমা -২০২৩ থেকে মোট ২৭৭৪ টা জামাত দ্বীন ইসলামের দিকে মানুষকে দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে। 


আল্লাহ তালা সবাইকে ক্ববুল করুক। 

মোট জামাতের হিসাব 

দেশী জামাত - 

১. স্থানীয় ৩ চিল্লার জামাত ১৫৬ টি। 

২. স্থানীয় ১ চিল্লার জামাত ২২৭৫ টি। 

৩. অল্প ক'দিনের জন্য জামাত ৪৯ টি। 

__________________মোট - ২৪৮০ টি। 

বিদেশী জামাত -

১. আরব জামাত ২৭ টি। 

২. উর্দু ১৩৮ টি। 

৩. ইংলিশ ৭৭ টি। 

৪. ওয়েস্ট ব্যাঙ্গল ৫ টি। 

___________ মোট ২৪৭ টি  


বহির্বিশ্বে জামাত -

১. বিদেশে জামাত গিয়েছে ৩১ টি। 

২. মাস্তুরাহ জামাত ৩৩ টি। 

_____________ মোট ৪৭ টি। 


সবমিলিয়ে , এবারের বিশ্ব ইজতেমা থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছে মোট - ২৭৭৪ টি জামাত। 

দোয়া করি , আল্লাহ তালা যেন সবাইকে দ্বিনের জন্য ক্ববুল করেন।

সবাইকে নিরাপদ ও সালামতের সাথে ঘরে ফেরার তাওফীক্ব দান করেন।

Post a Comment

Previous Post Next Post
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন