বিজ্ঞানের দৃষ্টিতে স্বপ্ন.
স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়। অধিকাংশ সময় দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে।
অনেক সময়ই পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্নভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ নেয়। স্বপ্ন সম্বন্ধে অনেক দর্শন, বিজ্ঞান, কাহিনী ইত্যাদি আছে। স্বপ্নবিজ্ঞানের ইংরেজি নাম Oneirology।
কিছু স্বপ্নবিজ্ঞানীর মতে নিদ্রার যে পর্যায়ে কেবল আক্ষিগোলক দ্রুত নড়াচড়া করে কিন্তু বাকি শরীর শিথিল (সাময়িকভাবে প্রায় পক্ষাঘাতগ্রস্ত) হয়ে যায় সেই REM (Rapid eye movement, দ্রুত চক্ষু আন্দোলন) দশায় মানুষ স্বপ্ন দেখে। কিন্তু এই বিষয়ে বিতর্ক রয়েছে।
সুন্দর স্বপ্ন দেখার বাসনাও মানুষের কাছে একটা স্বপ্ন। মানুষ স্বপ্ন দেখতেও ভালোবাসে। কিন্তু স্বপ্নের রয়েছে বাস্তবতার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক। কিছু কিছু স্বপ্ন আছে যা বাস্তবে তা ফলে যায়। আবার কিছু কিছু স্বপ্ন আছে মানুষকে আনন্দ-বেদনার ঈঙ্গিত দেয়।
স্বপ্নের প্রভারভেদ ও স্বপ্ন দেখেলে করণীয় কি
বিশ্বনবী তা স্পষ্ট করে বলে দিয়েছেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন কিয়ামত সন্নিকটে হবে তখন মুসলিমের স্বপ্ন মিথ্যা হবে না। তোমাদের মাঝে সবচেয়ে যে সত্যবাদী তার স্বপ্ন সবচেয়ে বেশি সত্য হবে। আর মুসলিমদের স্বপ্ন নবুয়াতের ৪৬ ভাগের একভাগ।
স্বপ্ন তিন প্রকার-
১. নেক স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ
২. শয়তানের পক্ষ হতে স্বপ্ন দুশ্চিন্তায় ফেলানোর জন্য,
(৩) মানুষ মনে মনে যা জল্পনা-কল্পনা করে সে স্বপ্ন।
অতএব তোমাদের কেউ অপছন্দ করে এমন স্বপ্ন দেখলে উঠে সালাত আদায় করবে এবং তা মানুষকে বলবে না। (বুখারি ও মুসলিম)
হাদিস অনুযায়ী ভালো স্বপ্নের জন্য আল্লাহ শুকরিয়া এবং অপছন্দনীয় স্বপ্নের জন্য সাদকা ও আল্লাহর ইবাদাত-বন্দেগি করা উত্তম। আল্লাহ তাআলা স্বপ্নের করণীয় রক্ষায় হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।
প্রিয় পাঠক!
স্বপ্নের ব্যাখ্যা করা হলে তা বাস্তবায়িত হয়, রাসূল (সাঃ) বলেছেন স্বপ্নের ব্যাখ্যা না করা পর্যন্ত তা উড়ন্ত পাখির পায়ে ঝুলন্ত জিনিস সদৃশ।তার ব্যাখ্যা করা হলে তা ছিটকে পড়ে যায় (বাস্তবায়িত হয়)।
তাই অযোগ্য ব্যাক্তির নিকট স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না, মনগড়া কারো স্বপ্নের ব্যাখ্যা করবেন না, যিনি কোরআন হাদিস সম্পর্কে অবগত, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, তার কাছেই প্রকাশ করবেন, তেমনি এক মনিষী আল্লামা ইবনে সিরিন রহঃ যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন,
তার লিখিত একটি বই কওমী কলমের পক্ষ থেকে প্রকাশ করা হলো।
إرسال تعليق