বিবাহিতা মেয়ের উপর তার পিতা-মাতার খেদমত করা আবশ্যক কি না?

প্রশ্নঃ বিবাহিতা মেয়ের উপর তার পিতা-মাতার খেদমত করা কি আবশ্যক?

কিছুদিন আগে একজন ভদ্রমহিলা জানতে চাইলেন যে, মেয়েদের বিয়ের পর তাদের উপর পিতা-মাতার খেদমত করা কি আবশ্যক থাকে? 

ঘটনা হলো, তার মা-বাবা দুজনই খুব অসুস্থ। অসুস্থতার দরুন দৈনন্দিনের জরুরি প্রয়োজন পূরণের সক্ষমতা টুকুও তাদের নেই। তাই তিনি মা-বাবার সেবা-যত্ন করার জন্য তাদের কাছে যেতে চান। কিন্তু তার স্বামী তাকে এর অনুমতি দিচ্ছেন না। তার জিজ্ঞাসা হলো, এ পরিস্থিতিতে তিনি কি স্বামীর কথা না মেনে মা-বাবার খেদমত করার জন্য যেতে পারবেন? 

উক্ত ভদ্রমহিলাকে তার উপরোক্ত জিজ্ঞাসার যে জবাব দেয়া হয়েছে তা নিম্নরূপ :

বিবাহিতা নারীর উপর যেমনিভাবে তার স্বামীর হক রয়েছে তেমনি সন্তান হিসেবে তার উপর তার পিতা-মাতারও শরীয়ত কর্তৃক নির্ধারিত কিছু হক রয়েছে। বিয়ের পরও সেসব হক অবশিষ্ট থাকে। 

তাই মা-বাবা বৃদ্ধ হয়ে গেলে বা বেশি অসুস্থ হয়ে পড়লে এবং মেয়ে ছাড়া অন্য কেউ সেবা করার মত না থাকলে তার কর্তব্য হয়ে যায় তাদের খেদমত করা। এক্ষেত্রে তার স্বামীর বাধা দেয়ার অধিকার নেই।

অতএব স্বামীর কর্তব্য হবে, স্ত্রীকে তার অসহায় মা-বাবার প্রয়োজনীয় খেদমতের জন্য খুশিমনে যেতে দেয়া। কিন্তু যদি স্বামী কিছুতেই যাওয়ার অনুমতি না দেয়, আর মা-বাবার অন্য কোনো সন্তান বা এমন কেউ না থাকে যে তাদের সেবাযত্ন করবে তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য তার স্বামীর অনুমতি ছাড়াই মা-বাবার খেদমতে যাওয়া জায়েয হবে। এতে স্ত্রী তার স্বামীর স্বতস্ফুর্ত সম্মতি গ্রহণ না করায় গুনাহগার হবে না। 

-ফাতাওয়া খানিয়া ১/৪৪৩; আলমুহীতুল বুরহানী ৪/২৩৬; আদ্দুররুল মুখতার ৩/৬০৩; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩০৮; ফাতহুল কাদীর ৪/২০৮; আলবাহরুর রায়েক ৪/১৯৫

আল্লাহপাক মুসলিম উম্মাহর প্রতিটি সন্তানকে আপন পিতামাতার খেদমত এবং তাদের যথাযথ হক আদায়ের তাওফিক দান করুন।


লিখেছেন

Mufti Muhammad Imdadullah 

1 Comments

  1. নতুন একটা বিষয় জানা হলো, ধন্যবাদ কওমি কলম

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন