মার্কিন স্পেস এজেন্সি NASA -এর দাবি অনুসারে - ২০২৩ সালে মোট ৪টি গ্রহণ চাক্ষুস করবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগুনিতক মানুষ
ক্যালেন্ডারের পাতায় আগমন ঘটে গেছে ২০২৩ সালের। আর প্রত্যেক বছরের মতো চলতি বছরেও বেশ কয়েকটি অত্যাশ্চর্য মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী।
মার্কিন স্পেস এজেন্সি NASA -এর দাবি অনুসারে – ২০২৩ সালে মোট ৪টি গ্রহণ চাক্ষুস করবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগুনিতক মানুষ। যার মধ্যে ২টি সূর্যগ্রহণ (Solar Eclipse) এবং ২টি চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) রয়েছে। এক্ষেত্রে কখন, কোথায় এবং কীভাবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখা যাবে এই প্রতিবেদনে জানানো হল।
সূর্যগ্রহণ কী ? (What is solar eclipse)
বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, চাঁদ যখন আবর্তনক্রমে সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে, তখনই সূর্যগ্রহণ হয়। সূর্যের আলোকরশ্মিকে আড়াল করে পৃথিবীর ওপর চাঁদের আংশিক বা পূর্ণ ছায়া পড়ার ফলেই মূলত পৃথিবীতে পূর্ণগ্রাস অথবা আংশিক সূর্যগ্রহণ ঘটে। এই জন্য সূর্যগ্রহনের সময় পৃথিবী কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকে।
চন্দ্রগ্রহণ কী? What is Lunar Eclipse)
সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখা অবস্থান করে, তখনই চন্দ্রগ্রহণ ঘটে। আরো সোজা করে বললে – যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে পড়ে, তখন একই সরলরেখায় অবস্থান করার জন্য সূর্যের আলো পৃথিবীতে পড়লেও চাঁদ পর্যন্ত পৌঁছতে পারে না। উল্টে পৃথিবীর ছায়া চাঁদকে আচ্ছাদিত করে দেয়। এই ঘটনাকে জ্যোতির্বিদ্যার ভাষায় চন্দ্রগ্রহণ বলা হয়। এই সময়ে চাঁদ এসে পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করার কারণে সমগ্র চাঁদ অন্ধকারে নিমজ্জিত থাকে, যা আমব্রা (umbra) নামে পরিচিত।
২০২৩ সালে সূর্যগ্রহণের তারিখ (date of Solar Eclipse in 2023)
আগেই বলেছি, ২০২৩ সালে মোট দুটি সূর্যগ্রহণ দেখা যাবে। যার মধ্যে প্রথমটি ২০ই এপ্রিল এবং দ্বিতীয়টি ১৪ই অক্টোবর ঘটতে চলেছে। এক্ষেত্রে জানা যাচ্ছে, ২০ই এপ্রিল সংঘটিত হতে চলা বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (Total Solar Eclipse) – দক্ষিণ/পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চল এবং অ্যান্টার্কটিকা থেকে দৃশ্যমান হবে।
অন্যদিকে অক্টোবরের ১৪ তারিখে উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকাবাসী একটি অ্যানুলার বা বলয়গ্রাস সূর্যগ্রহণ (annular solar eclipse) দেখতে পারবেন। বলয়গ্রাস সূর্যগ্রহণকে ‘রিং অফ ফায়ার’ -ও বলা হয়ে থাকে। কেননা, গ্রহণের সময়ে সূর্যের মধ্যিখানে অন্ধকার থাকে এবং চারপাশে বৃত্তাকার আলোর ছটা দেখা যায়, যা অনেকটা আংটির মতো দেখায়। যাইহোক আমেরিকা বাদে – মার্কিন যুক্তরাষ্ট্রের বহু অংশ এবং মেক্সিকো সহ পশ্চিম গোলার্ধে বসবাসকারী বেশিরভাগ মানুষ এই গ্রহণের সাক্ষী থাকতে পারবেন।
২০২৩ সালে চন্দ্রগ্রহণের তারিখ (date of Lunar Eclipse in 2023)
সূর্যগ্রহণের মতো এই বছর দুটি চন্দ্রগ্রহণও হবে। মার্কিন স্পেস এজেন্সি নাসা প্রদত্ত তথ্য অনুসারে, ২০২৩ সালের ৫ই মে একটি পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ (penumbral lunar eclipse) ঘটবে এবং ২৮শে অক্টোবরে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ (half partial lunar eclipse) ঘটবে। যার মধ্যে পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ দেখা যাবে – আফ্রকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে। অন্যদিকে ২৮শে অক্টোবরের চন্দ্রগ্রহণটি – উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বেশিরভাগ বাসিন্দা চাক্ষুস করার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, এই বছরের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।
সরাসরি কীভাবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখবেন?
বিশেষ করে সূর্যগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ নয়। কারণ খালি চোখে গ্রহণ দেখলে চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে, এমনকি মানুষ অন্ধও হতে পারেন। তাই সর্বদা, অ্যালুমিনাইজড মাইলার, ব্ল্যাক পলিমার, ১৪ নম্বর শেডের ওয়েল্ডিং গ্লাসের মতো ফিল্টার ব্যবহার করুন। অথবা দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমেও গ্রহণ পর্যবেক্ষণ করতে পারেন।
কীভাবে অনলাইনে লাইভ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখবেন?
সূর্য এবং চন্দ্রগ্রহণ ঘটাকালীন নাসা Nasa.gov সহ অন্যান্য স্পেস এজেন্সিগুলি তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাসরি ভিডিও সম্প্রচার করে থাকে। তাই এই সকল এজেন্সির সাইটে গিয়ে বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লিখে অনলাইন সার্চ করলেই আপনি একাধিক লাইভ স্ট্রিমের লিংক পেয়ে যাবেন।
Post a Comment