2023 HSC Result প্রকাশের তারিখ নির্ধারণ হয়েছে, কিভাবে এইচএসসি পরিক্ষার রেজাল্ট দেখবেন জেনে নিন


২০২২ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে সকল বোর্ডের এইচএসসি সমমান রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলো ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড।
সব মিলিয়ে  মোট ১১টি শিক্ষা বোর্ড। এসব শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৩ হাজার ৪০৭, যা গত বছর ছিল ১৪ লাখ।
গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

পরিক্ষা শেষ হওয়ার পর সকল পরিক্ষার্থীরাই রেজাল্ট প্রকাশের অপেক্ষায় থাকে,
এইচএসসি রেজাল্ট কবে দিবে? এর উত্তর অবশেষে জানা গেলো, এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি।

জানা গেছে, ফলাফল প্রকাশে দিন সকাল ১০টা মধ্যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে এ পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এদিন দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ও মোবাইল ফোনে এসএমএস করে ফলাফল জানা যাবে।


কিভাবে  এইচএসসি রেজাল্ট দেখবো?
সবার আগে রেজাল্ট দেখার নিয়ম সহ বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো

2023 HSC Result দুইভাবে দেখা যাবে

🔹অনলাইনে শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে,
🔸মোবাইলে এসএমএস এর মাধ্যমে

কিভাবে অনলাইন রেজাল্ট দেখবো?

অনলাইন থেকে রেজাল্ট ডাউনলোড করার জন্য
নিচের ওয়েবসাইট প্রবেশ করুন,

  2023 HSC Result দেখু  


এরপর এইরকম একটি পেইজ সো করবো, 

আপনার পরীক্ষার নাম নির্বাচন করুন ।
আপনার পরীক্ষার বছর নির্বাচন করুন ।
আপনার বোর্ডের নাম নির্বাচন করুন ।
আপনার HSC রোল নম্বর দিন ।
আপনার রেজি: নম্বর দিন ।
এর নিচের খালি বাক্সে গণিতটি সমাধান করুন।
অবশেষে, জমা দিন বোতামে ক্লিক করুন।

কিভাবে SMS এ HSC রেজাল্ট দেখবেন.?

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
Example.  TECHNICAL BOARD:
HSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
Example. MADRASA BOARD:
HSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখবে। এরপর তা ১৬২২২ নম্বরে এসএমএস আকারে পাঠাবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

Example. GENERAL BOARD:
HSC<>BOARD<>ROLL<>YEAR & SEND TO 16222
Example: HSC DHA 893456 2020 & SEND TO 16222

সকল বোর্ডের সংক্ষিপ্ত কিওয়ার্ড

Dhaka – Dha
Barishal – Bar
Chittagong – Chi
Comilla - Com
Jessore - Jes
Rajshahi – Raj
Sylhet - Syl
Dinajpur – Din
Madrasah – Mad
Technical - Tec

শেষ পর্যন্ত লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে কওমী কলম ওয়েবসাইট ফলো করে রাখুন

Post a Comment

Previous Post Next Post
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন