আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালই আছেন 🙂
বর্তমান সময়ে একজন মানুষের নিত্যপ্রয়োজনীয় বস্তু সমূহের মধ্যে একটি হচ্ছে তার হাতের স্মার্টফোন 📱
আর স্মার্টফোন বলতেই আমরা একটা অ্যান্ড্রয়েড মোবাইলকেই বুঝে থাকি,
আর মোবাইল থাকা মানে সেটাতে facebook, youtube, whatsapp, ইত্যাদি অ্যাপসমূহ এগুলো ছাড়া আমাদের মোবাইলটা কেমন অচল মনে হয় 🙃
বর্তমান সময়ে একাধিক ব্র্যান্ডের ফোন বাহির হওয়া সত্ত্বেও আমরা যারা পুরান মোবাইল ইউজার তাদের ক্ষেত্রে যে একটা সমস্যা সেটা হচ্ছে প্রতিনিয়তই আমাদের ফোনের অ্যাপ গুলো আপডেট হচ্ছে 😓
যার কারণে আমরা যারা অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভ এর নিচে ইউজার এবং কম র্যাম ইউজ করা মোবাইল গুলো ব্যবহার করে থাকি তাদের জন্য facebook, imo, lite থাকা সত্বেও YouTube Lite নেই 🤨
যদিও YouTube Go বাহির হয়েছে কিন্তু সেটা অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভ এর ফোনগুলোতে প্লে স্টোরে খুঁজে পাওয়া যাচ্ছে না 🤭
তাই বলে কি আমরা ইউটিউব দেখবো না? তাই আপনাদের জন্য আমার তৈরি YouTube Mini অ্যাপস নিয়ে আসলাম 😍
যার দ্বারা আপনি প্রফেশনাল Youtube অ্যাপ এর মতই ভিডিও দেখতে পারবেন.
যেহেতু এই এ্যপসটি আমার মডিফাই করা তাই সেটাতে কোন অ্যাড এর ঝামেলা নেই।
নিচে কিছু স্ক্রিনশট দেওয়া হল👇
Post a Comment