গত কয়েক দিন ধরে ফেসবুক ও টুইটারে প্রবেশ করলেই নজরে আসছে কিছু অত্যন্ত সুন্দর সাদা পাথরের ছবি, যা যে কারো দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। পাথরগুলোর গঠন ও সৌন্দর্য এতই অনন্য যে দর্শক দেখা মাত্রই মুগ্ধ হয়ে পড়বেন। এই সাদা পাথরগুলোকে ঘিরে যেন প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে, যা কেবল দেখলেই হৃদয়ে এক ধরণের প্রশান্তি এনে দেয়।
আমার ভালো লাগা এমন কিছু পাথরের ফটোগ্রাফি, যা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করেছি, সেই ছবিগুলোতে প্রতিটি পাথরের গঠন, আকার এবং টেক্সচার এত নিখুঁতভাবে ফুটে উঠেছে যে, মনে হয় প্রকৃতির এই অনন্য সৃষ্টি কেবল হাতে ছুঁয়ে দেখলেই এর সত্যিকারের সৌন্দর্য অনুভব করা যাবে। এই ছবি দেখেই বোঝা যায়, প্রকৃতি তার সৃষ্টিতে কতটা বৈচিত্র্যময় ও বিস্ময়কর হতে পারে।
সেই ভালো লাগা কওমীকলমের পাঠকদের সাথে ভাগাভাগি করার জন্য, সাদা পাথরের ছবি গুলো আপলোড করা হলো।
🔸স্পষ্ট ভাবে দেখার জন্য ছবিতে ক্লিক করুন
প্রকৃতির শুধুমাত্র একটা স্পর্শ, সম্পূর্ণ বিশ্বকে আত্নীয় করে তুলে দিতে পারে।
যে মানুষ প্রকৃতিকে ভালোবাসতে জানে না, সে কখনো মানুষকে ভালোবাসতে পারবে না।
আমি যে সময়ে প্রকৃতির, মনটাকে হারিয়ে ফেলি, খুঁজে পেয়ে যাই আমার আত্মাকে।
Post a Comment