ইমেইল এবং ফোন নাম্বার ছাড়াই Custom ইউজার নেম দিয়ে ফেসবুক আইডি লগীন করুন (Facebook User name Set-up)


বর্তমান বিশ্বে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক থাকলেও ফেসবুক থেকে এগিয়ে আর কেউ নেই। 

প্রায় ২৯১ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী নিয়ে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজত্ব করছে ফেসবুক। স্ট্যাটিস্টা নামক একটি পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠানের পরিসংখ্যান থেকে এমনটাই উঠে এসেছে।

বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারী কত?

স্ট্যাটিস্টার মতে, বাংলাদেশে বর্তমানে ৪.৮ কোটি ফেসবুক ব্যবহারকারী আছে। অর্থাৎ বলা যায়, প্রতি ৩ জন ব্যক্তির মধ্যে একজন ফেসবুক চালায়। 

এ সংখ্যাটি ক্রমেই বাড়ছে। ধারণা করা হচ্ছে যে, আগামী ৫ বছরের মধ্যে প্রায় অর্ধেক বাংলাদেশি মানুষ ফেসবুক ব্যবহার করবে।

এতো মানুষের ভিড়ে আপনার ক্ষুদ্র আইডিটকে সহজেই খুজে বাহির করার জন্য user name এর বিকল্প নেই 

ইউজার নেমের কাজ কি? 🔰

ইউজার নেম ও ইউজার আইডিগুলো আপনার সর্বজনীন প্রোফাইলের অংশ, যা আপনার বন্ধুদের Facebook-এ আপনাকে খুঁজতে সাহায্য করতে পারে। একটি ইউজার নাম আপনার প্রোফাইল বা পেজের ওয়েব ঠিকানা (যেমন: Facebook.com/yourname)।

ইউজার নেম কি? 

আপনার ইউজার নেম প্রায়ই আপনার নামের একটি বৈচিত্র্য হয়, যেমন Shohag.482 বা Shohag82 ।

আপনি একটি নিজস্ব ইউজার নেম তৈরি করতে বা Facebook-এর পরামর্শ দেওয়া একটি ইউজার নেম বেছে নিতে পারেন।

এর মধ্যমে আপনার প্রোফাইলের একটি কাস্টম লিঙ্ক তৈরি করতে পারবেন (যেমন, www.facebook.com/janedoe3) যা আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বা বাহ্যিক ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।

Facebook-এর মাধ্যমে কারোর সম্পর্কে তথ্য অ্যাক্সেস করতে। উদাহরণস্বরূপ, আপনার ইউজার নেম Shohag482 হলে আপনার ফ্রেন্ডরা আপনার প্রোফাইল এবং যেকোনো সর্বজনীন তথ্য দেখার জন্য “facebook.com/shohag.482” এ যেতে পারে।

ইউজার নেম থাকার সুবিধা সমুহ 

🔸ইমেইল, ফোন ছাড়াও শুধু মাত্র ইউজার নেম দিয়ো আইডি লগীন করতে পারবেন

🔹সহজেই আপনার আইডি খুজে বাহির করতে পারবেন

🔹User name দিয়ে সার্চ দিলে শুধু আপনার আইডিই আসবে। 

🔸কোন ওয়েব এড্রেস ব্যবহার করার ক্ষেত্রে Facebook.com/ এর পরে আপনার ইউজার নাম লিখলেই সরাসরি আপনার আইডিতে চলে যাবে, 

🔹আইডি প্রমোট কিংবা কোন কিছু কেনা কাটার ক্ষেত্রেও ইউজার আইডির প্রয়োজন। 

🔸 আইডি হ্যাক বা নষ্ট হয়ে গেলে নাম্বার ইমেইল দিয়ে খুজে না পেলেও ইউজার নাম দিয়ো আইডি ফিরিয়ে আনা সম্ভব 

এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে 

কীভাবে আপনার ইউজারনেম পরিবর্তন করবেন

(১) একটি কম্পিউটার থেকে Facebook-এ লগ ইন করুন।

(২) Facebook-এর উপরে ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

(৩) সেটিংস এবং প্রাইভেসি বেছে নিয়ে, সেটিংস-এ ক্লিক করুন।

(৪) ইউজারনেম-এ ক্লিক করুন৷

(৫) আপনার নতুন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন, তারপর পরিবর্তনগুলো সেভ করুন-এ ক্লিক করুন৷

আরো সহজ পদ্ধতি হলো 

আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুব সহজে সেট করতে পারেন। প্রথমে মেসেঞ্জার অপেন করুন > সেটিং বাটন এ চাপ দিন> username এ চাপদিন> আপনার নাম বা username টি লিখুন।







যদি username টি অন্য কেউ ব্যবহার না করে থাকে তাহলেই সেট করতে পারবেন, 

আর যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনি সেট করতে পারবেন না। তার জন্য নামের সাথে সংখ্যা বা Lettar দিন 

ধন্যবাদ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পোস্টি পড়ার জন্য,  

সব সময় এরকম ট্রিকস পেতে কওমী কলমকে ফলো দিয়ে রাখুন,  



Post a Comment

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন