অযুহাত হিসাবে দেখায় বয়স কম মাষ্টার্স পাশ কর বিয়ে বসবে।চাকরি করবে, সেটেল হবে, মন মতো পেলে বিয়ে করবে , বুঝাপরা লাগবে মানে প্রেম বা রিলেশনশিপ লাগবে।আরো নানা অযুহাত থাকতে পারে এর মধ্যে একটা হলো সরকারি চাকরি।
তো যে যেই কারনেই হোক মেয়েরা এভাবে বিয়ে করে না।
আরো ভালো খুজে বা এমনি দেরি করে যায়। অন্য দিকে বয়স বাড়ে দিন দিন,এভাবে দিন,মাস বছর পেরিয়ে ২৪-৩০ এর ভিতর পৌছে যায়!!
তখন হুশ হয় বিয়ে তো করা দরকার!!
ছেলে খুজো এবার।
তো আপনি ভাবুন আমি এভারেজ ২৫ ধরলাম, ২৫ বছরের মেয়ের জন্য কত বছরের পাত্র চাই
সবাই বলবে ৩০ বছর হলেই এনাফ। আমি বলবো হ্যা, যথেষ্ট কিন্তু কখনোই সহজে ৩০ বছরের কোন ছেলে পারিবারিক ভাবে বিয়ে করলে ২৫-২৮ বছরের কাউকে বিয়ে করতে চাইবে না।
দুই একজন থাকতে পারে এইটা ভিন্ন কথা। এভারেজ সবাই আমতা আমতা করবে। কেন করবে..?
💓 মেয়েদের যৌবনের শুরুটাই আসল সময়. ১৬-২২ বছর পর্যন্ত উত্তম আকর্ষনীয় সময়। যে কেউ তখন কাছে পেতে চায় এটাই সত্য। তো ২৫-৩০+ মানে আপনার রূপ লাবন্যতায় বয়সের ছাপ স্পষ্ট আপনাকে মহিলা বললে ভুল হবে না।
💓 মেডিকেল সাইন্স বলে মেয়েদের মনোপোজ বা ( ঋতুচক্র বন্ধ) শুরু হয় ৪৫ বছরে বা আগে পরে। আপনি ভাবেন যে ছেলেটা ৩০ বছরে আপনাকে বিয়ে করবে ১৫-১৭ বছর পর আপনার যৌবন শেষ হয়ে যাবে আরো পরিষ্কার করে যদি বলি যৌনতার প্রতি আপনার অনিহা ৩৫ এর পর ই চলে আসবে।
💓তো সবাই জানে ছেলেদের যৌবন বা যৌন শক্তি মরন পর্যন্ত।আপনি বয়স্ক হয়ে বিয়ে করলে বাকি জীবন ছেলে তার চাহিদা পূরনে কাকে পাশে পাবে?
এই জন্য বয়স বাড়লে মেয়ের প্রতি ছেলেদের চাহিদা থাকে না ।কারন এইটাই হ্যা এইটাই সত্য। এবার সমাজে চোখ বুলান।কতো মেয়ে আছে ২৫-৩০ বছরে?
অনেক ২৩ বছর পেরিয়ে গেলেই ঐ পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব আসে না কেন?
কারন ২৬-৩০ এই বয়সের ছেলেরা বিয়ে করে 99% ছেলেই এই বয়সে বিয়ে করে ফেলে। তারা বিয়ের জন্য ১৮-২২ বছরের পাত্রী অহরহ পায়। কেউ কেনো যৌবনের কথা ভেবে বেশী বয়সী কাউকে বিয়ে করবে ?
إرسال تعليق