মুসলিম সমাজে ইদানিং এক ভয়ঙ্কর ফিতনা ছড়িয়ে পড়ছে, মুসলিদের অনেকে নিজেদের শরিরে উল্কি অঙ্কন করছে। তারা জানেই না এর ন্যপথ্য কি।
এটি একটি খ্রিষ্টানদের ধর্ম। যেমন কপালে সিঁদুর দেয়া হিন্দুদের ধর্ম, ঠিক তেমনি এটি হলো খ্রিষ্টানদের ধর্ম। কপালে সিঁদুর ও হাতে সাদা সঙ্কর চুড়ি, হাতে ইস্কনের সুতা বাঁধা মানে হিন্দু ধর্ম পালন করা, তেমনি শরিরে উল্কি করা মানে খ্রিষ্টান ধর্ম পালন করা।
খ্রিষ্টানরা অতি চালাক, তারা খাবারে উল্কি প্রিংট করে বাজারে ছাড়ছে। পোলাবানরা সেই লজেস মুখে দেয় এবং প্রিন্টকার কাগজটি দিয়ে হাতে উল্কি চাপিয়ে দেয়। এভাবেই তারা নিজেদের ধর্মকে পরের উপর চাপিয়ে দেয়।
◾মহান আল্লাহ ঘোষাণা করছেন, মুসলিমরা ভিন্ন কোন ধর্ম পালন করতে পারবে না, ইসলাম হতে তাকে বহিস্কার করা হবে।
وَ مَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡہُ ۚ وَ ہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۸۵﴾
আর যে ইসলাম ছাড়া অন্য কোন দীন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা আলে ইমরান-3:85)
◾উল্কি করা শয়তানের কাজ। তথা জাহান্নামী কাজ।
কারণ, উল্কি করা মানে মহান আল্লাহর প্রদত্ত শরিরকে বিকৃত করা। মহান আল্লাহ ঘোষাণা করেন, আল্লাহ প্রদত্ত শরিরকে বিকৃত করা শয়তানে কাজ।
وَّ لَاُضِلَّنَّہُمۡ وَ لَاُمَنِّیَنَّہُمۡ وَ لَاٰمُرَنَّہُمۡ فَلَیُبَتِّکُنَّ اٰذَانَ الۡاَنۡعَامِ وَ لَاٰمُرَنَّہُمۡ فَلَیُغَیِّرُنَّ خَلۡقَ اللّٰہِ ؕ وَ مَنۡ یَّتَّخِذِ الشَّیۡطٰنَ وَلِیًّا مِّنۡ دُوۡنِ اللّٰہِ فَقَدۡ خَسِرَ خُسۡرَانًا مُّبِیۡنًا ﴿۱۱۹﴾ؕ
‘আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে’। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হল। (সুরা নিসা-4:119)
শয়তান মহান আল্লাহকে চ্যলেঞ্জকরে বলছিল, তাদের কারণেই আমার এই ধ্বংস, সুতরাং আমি তাদেরকে ছাড়ব না। অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব।
(১) তাদেরকে মিথ্যা আশ্বাস দেব মিথ্যা আশ্বাসকে বিশ্বাস করে আল্লাহর নাফরমানি করে পথভ্রষ্ট হয়ে যাবে।
(২) অবশ্যই আমি তাদেরকে পশুর কান ছিদ্র করার আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে।
(৩) অবশ্যই আমি তাদেরকে আল্লাহ প্রদত্ত শরির বিকৃত করার আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে’।
আল্লা ঘোষানা করেন, যারা আল্লাহর আইনের পরিবর্তে শয়তানের এসব কুমন্ত্রণা গ্রহণ করবে, তারা ইমান হারা হয়ে যাবে।
◾রাসু সঃ ঘোষাণা করেন, শরিরে উল্কি করা হারাম। যারা উল্কিকরে তাদের উপর আল্লাহর লানত।
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْوَاشِمَةُ وَالْمُوتَشِمَةُ، وَالْوَاصِلَةُ وَالْمُسْتَوْصِلَةُ ". يَعْنِي لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উল্কি অঙ্কনকারী এবং পেশাধারী নারী এবং পরচুলা ব্যবহারকারী পরচুলা লাগানোর পেশাধারী নারীকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লা’নত করেছেন। (সহিহ বুখারী, হাদিস নং ৫৯৪২) (আধুনিক প্রকাশনী- ৫৫০৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪০৪)
قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ وَآكِلَ الرِّبَا وَمُوكِلَه“ وَنَهٰى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَكَسْبِ الْبَغِيِّ وَلَعَنَ الْمُصَوِّرِينَ.
আবূ জুহাইফাহ (রাঃ)- এর পিতা থেকে বর্ণিতঃ:তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লা’নাত করেছেন উল্কি অঙ্কণকারিণী, উল্কি গ্রহণকারিণী, সূদ গ্রহীতা ও সূদ দাতাকে। তিনি কুকুরের মূল্য ও পতিতার উপার্জন ভোগ করতে নিষেধ করেছেন। চিত্রাঙ্কণকারীদেরকেও তিনি লা’নাত করেছেন। (সহিহ বুখারী, হাদিস নং ৫৩৪৭) (আধুনিক প্রকাশনী- ৪৯৪৭, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৪৩)
◾উল্কির মিস্ত্রির উপরও আল্লাহর লানত।
عَنْ ابْنِ عُمَرَ قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَاصِلَةَ وَالْمُوتَصِلَةَ، وَالْوَاشِمَةَ وَالْمُوتَشِمَةَ»
ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে নারী কাউকে পরচুলা লাগিয়ে দেয়, যে লাগাতে বলে, যে উল্কি আঁকায় এবং যে এঁকে দেয়, তাঁর প্রতি লা'নত করেছেন।
◾যারা শরিরে উল্কি করে তারা চির নাপাক, নাপাক অবস্থায় মারা যাবে, নাপাক অবস্থায় কবরে যাবে। কারণ, পাক হওয়ার জন্য পানি পৌচতে হবে। উল্কিতে পানি পৌচে না।
এমন লোকদের নামাজ ইত্যাদি কোন ইবাদ কবুল হবে না। কারণ, নাপাকি অবস্থায় নামাজ পড়া যায় না।
◾হাশরে তারা সেই উল্কি সহ উঠবে, জাহান্নামে যাওয়ার সেই উল্কিটিই যথেষ্ঠ হবে। কারন, তিনি খ্রিষ্টান হিসেবে চিহ্নিত হবে।
◾তারা রাসুল সঃএর উম্মত হিসেবে কিয়ামতের দিন হাজির হতে পারবে না। উল্কি দেখে তাকে খ্রিষ্টান হিসেবে চিহ্নিত হবে।
◾হাশরে দিন তাদেরকে খ্রিষ্টাদের সাথে তুলা হবে। উল্কি দেখে তাদেরকে খ্রিষ্টানদের দলে পাঠিয়ে দেয়া হবে
◾উল্কি করলে তাকে পাক করার কোন ব্যবস্থা নেই। কারণ, কেটেফেলা ছাড়া তা তুলা যায় না।
⭕ না বুঝে বা কোন কারণে উল্কি করছে, এখন তারা কি করবে❓
◾তাওবা করতে হবে, মাহান আল্লাহর কাছে কাঁদতে হবে। এবং তুলে ফেলতে হবে। যদি তুলা না যায়, অপরেশন করে হলেও তুলেফেলতে হবে। রেখে দেয়ার কোন সুযোগ নেই।
অতএব, সবাইকে বলবো, এসব ধ্বসাক্তক কাজ হতে বিরত থাকুন।
إرسال تعليق