২০২৩ এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হওয়র তারিখ ঘোষণা করা হয়েছে,আগামী ২৮ জুলাই রোজ শুক্রবার SSC রেজাল্ট পাবলিশ করা হবে,
গত বুধবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
এবার প্রথমবারের মতো সরকারি ছুটির দিন ফল প্রকাশ করতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। ওইদিন সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। 30 জুলাই পরীক্ষা শেষ হওয়ার 60 দিন পূর্ণ হবে। এর দুইদিন আগেই ২৮ জুলাই রেজাল্ট প্রকাশ করা হবে,
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।
চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ২১ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৫ লাখ ৯৯ হাজার শিক্ষার্থী। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী।
এসএসসি রেজাল্ট কবে দিবে?
সহজ ভাবে রেজাল্ট দেখা যাবে বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে Educationboardresults.gov.bd
এছাড়া ফলাফল প্রকাশের পরে মোবাইল অপারেটর থেকে মেসেজ করেও ফল পাওয়া যাবে।
অনলাইনে যেভাবে ২০২৩ এর এসএসসি রেজাল্ট দেখবেন
অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম বোর্ড ওয়েবসাইট সাইটে প্রবেশ করুনরেজাল্ট দেখতে ক্লিক করুন/link/button
অতপর নিচের নির্দেশনা মতো তথ্য দিন
Examination: এই ক্ষেত্রে আপনার পরীক্ষার নাম নির্বাচন করুন।
Year: আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন তা নির্বাচন করুন।
Board: এই ঘরে বোর্ডের নাম নির্বাচন করুন।
Rool: এই ক্ষেত্রে বোর্ড পরীক্ষার রোল নম্বর লিখুন। আপনি এটি পরীক্ষার প্রবেশপত্রে পাবেন।
Reg No: এই ক্ষেত্রে নিবন্ধন নম্বর লিখুন। আপনি পরীক্ষার প্রবেশপত্রেও এটি পাবেন।
Capcha: এই ঘরে আপনাকে একটি নম্বর দেওয়া হবে এবং ইনপুট বক্সে উত্তরটি লিখুন। 4+4=?
Submit: সকল তথ্য দেওয়া হয়ে গেলে, সাবমিট ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার এসএসসি ফলাফল দেখতে পাবেন।
এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএমএস দেখার জন্য প্রথমে আপনি আপনার মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল নাম্বার, পরীক্ষার সন লিখে ১৬২২২ এ পাঠাতে হবে।
এসএমএস পাঠানোর কিছুক্ষণ পর আপনাকে একটি মেসেজ দেয়া হবে আপনি সেই মেসেজে আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবেন
সকল বোর্ডের সংক্ষিপ্ত Word.
Dhaka Education Board: DHA
Rajshahi Board: RAJ
Jessore Board: JES
Chittagong Board: CHI
Comilla Board: COM
Dinajpur Board: DIN
Sylhet Board: SYL
Mymensingh Board: MYN
Barisal Board: BAR
Board of Technical: TEC
Madrasha Board. MAD
শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে কওমী কলমের সাথেই থাকুন৷
Post a Comment