Google Keep এ নোট করুন, ফোন হারিয়ে গেলেও হারাবেনা আপনার লিখিত নোট

আসসালামু আলাইকুম. আশাকরি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো Google Keep নিয়ে! 

ভূমিকাঃ

নিজের মনের সব অজানা কথা ও হিসাব লেখার জন্য একটা সময় মানুষ ব্যবহার করতো ডাইরি বা নোটপ্যাড। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ আজ এই একই কাজ করছে মুঠোফোন দিয়ে অর্থাৎ কিছু স্মার্টফোন ভিত্তিক নোটপ্যাড অ্যাপ দিয়ে। 

তার ভেতরে অন্যতম হল Google Keep। তবে বলে রাখা ভাল যে Google Keep অ্যাপটি আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি গুগলের

Google Keep কি? 

Google Keep হল একটি দক্ষ নোটবুক অ্যাপ্লিকেশন যা Google দ্বারা তৈরী করা হয়েছে। এটি উপযুক্ত এবং সহজ উপায়ে নোটবুক তৈরি করার জন্য ব্যবহার করা যায়।

Google Keep একটি ডিজিটাল নোটবুক হিসেবে কাজ করে এবং আপনি এটি ব্যবহার করে নোট, লিস্ট, ফটো, ভিডিও এবং অন্যান্য ধরনের মেমোর তৈরি করতে পারেন। আপনি একটি নোটে টেক্সট লিখতে পারেন, আপনার কথা বলতে পারেন এবং একটি চিত্র বা ভিডিও সংযোগ করতে পারেন। এছাড়াও, আপনি একটি নোটে টেক্সট ফর্ম্যাট করতে পারেন এবং কোনও নোটের শুধুমাত্র বিশেষ অংশগুলি উদ্ধৃত করতে পারেন।

Google Keep ইনটিগ্রেটেড ইনটারনেট সংযোগ এবং সিঙ্কড সঙ্গে আপনার অন্যান্য ডিভাইসের সাথে একটি সংগঠিত নোটবুক রাখতে পারেন। এছাড়াও, এটি আপনাকে আপনার নোটগুলি ট্রান্সফার করতে এবং অন্য গুগল সেবাগুলি সহজে সম্পাদনা করতে দেয়।

Google Keep অ্যাপ এর বৈশিষ্ট্য?

🔹নির্দিষ্ট কথার মাঝে ফটো যুক্ত করার সুবিধা রয়েছে।

🔹আপনার একাউন্টের নোটগুলো পরিবার বা বন্ধুদের মধ্যে শেয়ার করার সুবিধা রয়েছে।

🔹টেক্সট এর পরিবর্তে ভয়েস যুক্ত করার সুবিধা রয়েছে।

🔹আপনার বিগত দিনের নোটগুলো সার্চের মাধ্যেমে খুঁজে পাওয়ার সুবিধা রয়েছে।

🔹ভুলক্রমে কোন নোট মুছে গেলে তা পুনরুদ্ধার করার ব্যবস্থা রয়েছে।

🔹আলাদা লেভেল তৈরি করার সুযোগসহ, এই অ্যাপে আরও রয়েছে রিমাইন্ডার ব্যবহার করার সুবিধা।

🔹দ্রুত সময়ে নোট খুঁজে পাওয়ার জন্য নির্দিষ্ট লেখাকে কালার করার সুবিধা রয়েছে।

🔹যেকোন নোট পিন করার সুবিধা রয়েছে

গুগল কিপ এর ব্যবহার?

প্রতিদিনের কাজ,ক্লাস নোট,প্রজেক্ট ব্যবস্থাপনা,রিডিং লগ,লক্ষ্য নির্ধারণ,জার্নালিং,সময় ব্যবস্থাপনাবুকমার্ক করে রাখা,গবেষণা নোট.

আমরা সকলে প্রতিদিনের কাজের জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে থাকি এবং সে রুটিন অনুযায়ী কাজ করি। আর এই রুটিনটি অনেকে ডায়েরি বা খাতায় নোট করে রাখি। রুটিন করে রাখার কারণ হল কাজ গুলো গুছিয়ে করা যা আমাদের সকলের জন্য সহজ হয়ে যায়। আর এই কাজটি আরও বেশি সহজ করতে ব্যবহার করতে পারেন গুগল কিপ। 

অনেক সময় কাজের স্থানে ডায়েরি কিংবা খাতা নিয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু আপনার মোবাইলটি সাথে নিয়ে যেতে হয়। তবে আপনার মোবাইলে গুগল কিপ এ প্রতিদিনের কাজ নোট করে রাখতে পারেন ও যখন ইচ্ছা তখন মোবাইল বের করে তা দেখে নিতে পারেন। এতে করে কোন গুরুত্বপূর্ণ কাজ বাদ পড়ার তেমন কোন সম্ভাবনা থাকবে না।

তেমনিভাবে ক্লাস চলাকালীন সময়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় খাতার মধ্যে নোট করে রাখার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আপনি খাতার পরিবর্তে গুগল কিপ ব্যবহার করতে পারেন। আপনার খাতা হারিয়ে যেতে পারে বা পৃষ্ঠাটি কোনভাবে নষ্ট হয়ে যেতে পারে।

আর যদি গুগল কিপ ব্যবহার করেন তবে এই হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়ার কোন ধরনের ভয় থাকবে না।

কারণ গুগুল কিপের নোট গুলো সংরক্ষণ করা হয় জিমেইলের মধ্যমে, আপনারা জানেন প্রতিটি জিমেইল এর সাথে ১৫GB স্টোরেজ থাকে যার দ্বারা আপনি একটি জিমেল ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মধ্যেমে সেটাতে ১৫জিবি পর্যন্ত ফাইল রাখতে পারবেন, 

তাই গুগুল কিপে নোট করে রাখলে ফোন নস্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে কোন ভয় নেই, অন্য ফোনে এ্যপটি ডাউনলোড করে জিমেইল লগিন করলেই সব চলে আসবে,  এ্যাপ ছাড়াও যে কোন ব্রাউজারে 

https://keep.google.com 

এই ঠিকানায় প্রবেশ করেও জিমেল লগইন করে আপনার নোট গুলো দেখতে পারবেন। 

Google Keep ডাউনলোড

Google Keep ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে গিয়ে Keep লিখে সার্চ করুন, 

অথবা এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করুন

ডাউনলোড করার পর একটি জিমেইল আইডি দিয়ে লগ ইন করতে হবে। অ্যাপটি ওপনে করে Take a Note এই অপশনে ক্লিক করে লিখতে পারেন আপনার পছন্দের নোট।

আজ এপর্যন্তই আর্টিকেলটি কেমন লাগলো জানাবেন, কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন,  আল্লাহ হাফেজ। 

Post a Comment

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন