দ্য কেয়ারিং হাজব্যান্ড বইটি PDF Free Download করুন। সময়োপযোগী সেরা একটি বই

দ্য কেয়ারিং হাজবেন্ড

২০২০ সালের একটি জরিপ অচনুযায়ী শুধু ঢাকা শহরে প্রতিদিন গড়ে ৩৯ টি ডিভোর্স হচ্ছে

(সূত্র: প্রথম আলো ২১/১২/২০২০ খ্রি.)

সারা দেশে বিবাহবিচ্ছেদ বাড়েই চলছে। গত বছর রাজধানীতে তালাক হয়েছে প্রতিদিন ৩৭টি করে। দেশে সংসার ভেঙে যাওয়ার সংখ্যা বাড়ছে। বিবাহবিচ্ছেদের সংখ্যা রাজধানীতে সবচেয়ে বেশি। গত বছর ঢাকায় প্রতি ৪০ মিনিটে ১টি করে তালাক হয়েছে। বিচ্ছেদ বাড়ছে ঢাকার বাইরেও।

সারা দেশে বিবাহবিচ্ছেদ বাড়েই চলছে। গত বছর রাজধানীতে তালাক হয়েছে প্রতিদিন ৩৭টি করে।

দেশে সংসার ভেঙে যাওয়ার সংখ্যা বাড়ছে। বিবাহবিচ্ছেদের সংখ্যা রাজধানীতে সবচেয়ে বেশি। গত বছর ঢাকায় প্রতি ৪০ মিনিটে ১টি করে তালাক হয়েছে। বিচ্ছেদ বাড়ছে ঢাকার বাইরেও।

বিচ্ছেদের আবেদন নারীরা বেশি করছেন। নির্যাতন-পীড়ন থেকে আত্মমর্যাদাবান নারীরা তালাকে খুঁজছেন মুক্তি। বিচ্ছেদের আবেদনের পর সমঝোতা হয়েছে খুবই কম—৫ শতাংশের নিচে। ঢাকার দুই সিটি করপোরেশন এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য বিশ্লেষণ করে বিবাহবিচ্ছেদের এই চিত্র পাওয়া গেছে। সুত্রঃ প্রথম আলো, ১৩ জুন ২০২৩ ইং

দিনকে দিন স্বামী-স্ত্রীর মাঝে সংসার জীবনের প্রকৃত লক্ষ্য হারিয়ে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে। এমতাবস্থায়, একটি সুখী দাম্পত্য জীবনকে আরও সুন্দর, আরও বৈচিত্র্যময় করে গড়ে তুলতে 'দ্য কেয়ারিং হাজব্যান্ড' বইটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে, ইন শা আল্লাহ।

আরো পড়ুনঃ (হে আমার মেয়ে) এই ফেৎনার জামানায় মেয়েদের জন্য সেরা একটি বই

দ্য কেয়ারিং হাজব্যান্ড' বইটি কেন পড়বেন? কারা পড়বেন?

বিয়ে করেছেন? বিয়ে করবেন?

সমাজ থেকে পরকীয়া দূর করতে চান?

ওয়াইফ এর সাথে প্রায়ই কথা কাটাকাটি হয়?

ওয়াইফকে নিয়ে অসন্তুষ্ট?

ওয়াইফকে সন্দেহ হয়?

ওয়াইফ আপনাকে সন্দেহ করেন?

ওয়াইফকে মেনে নিতে পারেন না?

ওয়াইফ আপনাকে মেনে নিতে পারেননা?

সংসারের ভালবাসা পালিয়ে বেড়াচ্ছে?

সংসার জীবন মধুর করতে চান?

শ্বশুরবাড়ির ঝামেলায় আছেন?

বদ অভ্যাস ত্যাগ করতে পারছেন না?

দ্বীনি পরিবার গঠন করতে চান? 

বইটি বর্তমান সময়ের অবস্থা অনুপাতে লেখা হয়েছে, যার কারণে সহজেই জানতে পারবেন কোন কারনগুলোর কারণে সংসারে ফাটল ধরে, কি জন্য সংসারে অশান্তি সৃষ্টি হয়, 

_______লেখক পরিচিত______

মোঃ মতিউর রহমান
১৯৮৯ সালে রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ঝাড়গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশবকাল সেখানেই কাটে। পড়ালেখায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। শিক্ষা জীবন শেষে ২০১৫ সালের ১ জানুয়ারী জেড. এইচ শিকদার কার্ডিয়াক কেয়ার এ্যান্ড রিসার্চ সেন্টারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এর কিছুদিন পরেই ইসলামি ব্যাংক হাসপাতালে বায়োকেমিস্ট পদে যোগদান করেন।

২০১৬ সালের মার্চ মাসে তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে বায়োকেমিস্ট ও ল্যাব ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মরত আছেন। তিনি নগদ- রকমারি বইমেলা ২০২২ এ বেস্ট সেলার লেখক অ্যাওয়ার্ড পান।

আরো পড়ুনঃ বিষয় ভিত্তিক হাদিসের এক অন্যতম কিতাব ফয়জুল কলাম (আরবী-বাংলা)

শরঈ সম্পাদক : মুফতি নাজমুল ইসলাম কাসিমী।

বর্তমান সমাজে পারিবারিক কাঠামো যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। একই ছাদের নিচে বসবাস করলেও স্বামী-স্ত্রীর সম্পর্ক যেন ঠিক ভাল যাচ্ছেনা, কেউ কাউকে বিশ্বাস করছেনা। স্বামী-স্ত্রীর মাঝে সংসার জীবনের প্রকৃত লক্ষ্য হারিয়ে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে। ডিভোর্সের সংখ্যাও বেড়ে যাচ্ছে দিনকে দিন। শুধু ঢাকা শহরেই প্রতিদিন গড়ে ৩৯ জনের ডিভোর্স হচ্ছে। বাড়ছে বিভিন্নরকম অসামাজিক কাজকর্ম ও অশ্লীলতা।আর শুধু এইসব সমস্যার সমাধানই নয়, একটি সুখী দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও আরও বৈচিত্র্যময় করে তুলতে আশাকরি ‘দ্য কেয়ারিং হাজব্যান্ড’ এবং ‘দ্য কেয়ারিং ওয়াইফ’ নামক বই দুটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ!

দ্য কেয়ারিং হাজবেন্ড

পৃষ্টাঃ ১৫৫
সাইজঃ ১৮ এমবি

Click hare To Download/info/button

বইটি কওমী কলমের পাঠকদের জন্য বিনামুল্যে বিতরণ করা হচ্ছে, নিজে পড়ুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের পড়ার সুযোগ করে দিন, অগ্রীম ধন্যবাদ 

Post a Comment

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন