ছোট সাইজের অসাধারণ কোরআন শরিফ এ্যাপ (Bangla Quran) Support All Device

Bangla Quran Apk

মহান আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভের সহজ ও সুন্দরতম মাধ্যম হলো কোরআন মাজীদ। অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করা, অন্যের তিলাওয়াত শোনা, আয়াতের অর্থ, ভাব ও মর্ম নিয়ে চিন্তা ফিকির করা- এসবই বান্দাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। আল্লাহর পরিচয় লাভ ও তাঁর প্রতি আপনত্ব অনুভবে সাহায্য করে। কারণ, কোরআন আল্লাহর কালাম। তাঁর পক্ষ থেকে বান্দার প্রতি প্রেরিত বার্তা। যেখানে তিনি পরম মমতায় বান্দাকে সম্বোধন করেছেন। উপদেশ দিয়েছেন। কল্যাণের পথ নির্দেশ করেছেন।

আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান সোহাগ।আশা করি সকলেই ভালো আছেন! টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ কি বিয়ষ আলোচনা করবো।  

বর্তমান উন্নত প্রযুক্তির যোগে আমরা কত কিছুইনা দেখতেছি৷ এক সময় কাগজ কলম ছাড়া বই পুস্তক পড়া অসম্ভব মনে করা হতো, কিন্তু এখন আর এগুলোর অসম্ভব এর কিছুই নয়, বই পুস্তক PDF Apk এর মধ্যমে কনভার্ট হয়ে এখন আমরা মোবাইলে সহজেই পড়তে পারছি, তেমনী ভাবে আমাদের মহা গ্রন্থ আল কোরআনও 

তবে কোরআনের সম্মানার্থে আমরা এমন সব এ্যাপ্স বই ব্যবহার করবো যে গুলোতে কোরআনের যথেষ্ট সম্মান মর্যাদা বজায় রাখা হয়,

কিছু এ্যপ্স Devoloper তাদের নিজেদের স্বার্থে এখন কোরআন শরিফের মতো কিতাবেও গুগলের অশ্লীল বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে, যার কারণে কোরআন পড়ার বদলে এসব বিজ্ঞাপন দেখে পাঠকদের আরো গোনাহ হচ্ছে।  

এবার মূল কথায় আসি,  

আজ আমি আপনাদেন সাথে এমন একটি কোরআন এ্যাপস নিয়ে আলোচনা করবো যা অন্যসব এ্যাপ থেকে ভিন্ন ও আলাদা। অ্যাপসটি সাইজে ছোট হওয়াতে সবাই ব্যবহার করতে পারবেন, 

বিশেষ করে আমরা যারা হাফেজ আছি বা তাফসীর নিয়ে গবেষণা করি তাদের জন্য বেশী উপকার হবে ইনশাআল্লাহ। 

Apps পরিচিত 

Bangla Quran (বাংলা কুরআন) এপটি তৈরি করেছেন alQuranBD.com এর ডেভেলপাররা। এই এ্যাপটির মাধ্যমে আপনি আরো সহজে কুরআন পড়তে ও রিসার্স করতে পারবেন। একমাত্র এই এপটিতেই সর্ব প্রথম বাংলায় কুরআন সার্চ করার অপশন যোগে করা হয়েছে।

কোন ধরণের বিজ্ঞাপন(Adv) মুক্ত এই এপ টি সম্পূর্ণ অফলাইনে চলে। সাইজ মাত্র ২.৫ ম্যাগাবাইটে এত কিছু প্যাক করা হয়েছে!

এ্যাপ রিভিউ ভিডিওটি দেখুন 👇

এ্যাপটি কেন অন্য সব এ্যাপ থেকে আলাদা, 

★ এটাতে তিন ভাষায় কোরআনের তরজমা পড়া যায়। 

★ সুরা বা আয়াতের নাম্বার দিয়ে আয়াত বাহির করা যায়।

★ বাংলা শব্দ লিখলেও সেটা কোন আয়াতের অর্থে সেই শব্দ থাকলে বাহির হয়ে যায়। 

★ কোরআনের যে কোন শব্দ লিখলে সেই শব্দটি যত আয়াতে আছে সব গুলো সো করবে৷ 

এটা খুব ভালো একটা সিস্টেম, অনেক সময় আমরা কোন বিষয়ে আয়াত খুজতে গেলে সম্পুর্ন আয়াতটি মনে আসেনা, তখন আয়াতের শুরুর বা শেষের দিয়ে যে শব্দটা মনে আসে সেটা লিখলেই পেয়ে যাবেন সম্পুর্ণ আয়াতটি,  

নিচের ছবিতে দেখুন 


★ বিষয় ভিত্তিক আয়াতের ক্যাটাগরি রয়েছে আপনার কোন বিষয়ের উপর আয়াত প্রয়োজন হলে সেই বিষয়ের আয়াত গুলো এক সাথে পেয়ে যাবেন এই ছোট্ট এ্যাপটিতে, 


এছাড়াও বাংলা কুরআন Apps টির ফিচার সমূহঃ

১. বাংলায় কুরআন পড়ার সুবিধা।

২. আরবি, বাংলা, ইংলিশ তিন টি ভাষায় কুরআন

সার্চ(অনুসন্ধান) করার সুবিধা। (যেকোনো শব্দ বা আয়াত লিখে অনুসন্ধান করতে পারবেন)

৩. বিষয়ভিত্তিক আয়াত।

৪. বুকমার্ক করার সুবিধা।

৫. আয়াত কপি-পেষ্ট করার সুবিধা। (আয়াত কপি করতে আয়াতের ওপর ট্যাপ করে ধরে থাকুন)

৬. বাংলার পাশাপাশি মূল আরবী ও ইংলিশ অনুবাদ।

৭. পড়ার সময় আরবী ও ইংলিশ হাইড করে পড়ার সুবিধা। রয়েছে আরো অনেক কিছু...

বি:দ্র:- আরবি কোরআন বাংলা উচ্চারণে পড়ার কারণে সোয়াবের পরিবর্তে গোনাহ (পাপ) হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, বাংলা উচ্চারণে কোরআন পড়িলে তাজবীদ সঠিকভাবে পালন করা হয় না। সেই কারণেই এই অ্যাপটিতে বাংলা উচ্চারণ দেয়া হয়নি।

নিচ থেকে এপ্লিকেশনটি ডাউনলোড করুন 

Download From Play Store/download/button/green

আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন,
আল্লাহ হাফেজ,কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। 

Post a Comment

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন