Facebook Lite দিয়ে খুব সহজেই ফেসবুক আইডি হ্যাক করা শিখুন। Facebook Hacking Tutorial (Part 2)

 


আসসালামু আলাইকুম 💝 আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের পোস্টের টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকের পোস্ট কোন টপিক নিয়ে হতে চলেছে। আজকে আমরা একটা হ্যাকিং টুলস সম্পর্কে জানবো। যেটা দিয়ে আমরা চাইলেই যেকারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবো।



# Part 2

আগের পোস্টে আমরা অর্ধেক কাজ শেষ করেছিলাম তো আজকের পোস্টে পুরোটা Finish করবো।যা

যারা আগের পোস্ট দেখেননি তারা দেখে নিবেন  Link

আজকে কাজের শুরুতেই আমাদের যে Application টি লাগবে সেটার নাম হচ্ছে Telegram। আপনার প্লে স্টোর থেকে নামিয়ে একাউন্ট করে নিবেন।

একাউন্ট করা হয়ে গেলে। Apps Open করুন

অ্যাপস Open হলপ Search Icon এ ক্লিক করুন


Botfather লিখে সার্চ দিলে এ রকম Verified একটা Bot আসবে
এটাতে ক্লিক করবেন।

Bot এ ঢুকতেই Start অপশন পাবেন ওখানে ক্লিক করতে এ রকম পেজ আসবে।এরকম পেজ আসলে মার্ক করা জায়গায় ক্লিক করে দিবেন। /newbot


/newbot এ করলে আপনাকে আপনার Bot এর নাম সিলেক্ট করতে বলবে।আমি একটা নাম সিলেক্ট করেছি।

এখন আপনাকে Bot  এর Username দিতে হবে। Username এর শেষে অবশ্যই _bot দিতে হবে। Ex: Facebookhack_bot
FacebookHack_bot  Username আগেই অন্য কেউ ব্যাবহাট করেছে তাই আমরা অন্য Username দিয়ে চেষ্টা করব।


কয়েকবার চেষ্টা করার পর একটা হয়েছে। Username Success হলে নিচের দিকে এরকম আসবে।

এখান থেকে মার্ক করা জায়গার কোর্ড টা কপি করে নিবেন। Http Api: এর নিচর টুকু।অবশ্যই কোর্ডটি নোটপ্যাড এ সেভ করে রাখবেন। এটুকু হয়ে গেলে Home Page চলে যাবেন।
সার্চ করবেন Userinfo এরকম বট Bot আসবে
অপেন হলে Start এ ক্লিক করলে আপনার ChatID  Show হবে। মার্ক করা জায়গা থেকে ChatID টা কপি করে নিবেন। এখন আমরা আবার চলে যাবে MT Manager এ।


এখানে আপনি ChatID & Token বসাবেন যেগুলো আপনি কপি করছেন।

বসানো হলে মার্ক করা জায়গায় ক্লিক করবেন


ব্যাক বাটনে একবার ক্লিক করবেন।


 OK তে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাবেন
মার্ক করা ফাইলটি ডিলেট করে দিবেন.bak ফাইলটি।আমাদের অ্যাপস এখন রেডি। 
অন্য অ্যাপসটি আমরা ভিক্টিমের ফোনে ইনস্টল করে দিব। 

ভিক্টিম নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগিন করলেই আইডি পাসওয়ার্ড আমাদের টেলিগ্রামে চলে যাবে।



আপনি যদি পোস্ট পড়ে না বোঝেন তাহলে ভিডিও দেখে করতে পারেন Play Video
পার্ট ১ না পড়ে থাকলে পড়ে নিবেন Part 1

আজকের পোস্ট এ পর্যন্তই। টেকনলোজি বিষয়ক সকল আপডেট পেতে নিয়মিত কওমী কলমের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 

এছাড়াও টেকনোলজি বিষয়ক সকল ট্রিকস ভিডিও আকারে পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সেখানে প্রতিনিয়ত হ্যাকিং এবং মোড করার ভিডিও শেয়ার করা হয়। 

Post a Comment

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন