কিভাবে ব্লগ সাইটে New Post করবেন, A to z জানুন এক পোস্টে।

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন?  আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে।  আজ আমরা জানবো কিভাবে ব্লগ সাইটে সঠিক নিয়মে পোস্ট করবো।

এর জন্য দরকার আমাদের একটি ব্লগ সাইট। এই পোস্টি তাদের জন্যই যারা বর্তমানে কওমী কলমে লেখক আছেন বা ভবিষ্যতে হবেন। 
এছাড়াও আপনারা যার নতুন ব্লগিং শুরু করছেন তাদের জন্য খুভ উপকারী পোস্ট।
চলুন মূল কাজে চলে যায়। প্রথমে আপনি Chrome Browser এ প্রবেশ করেন. তারপরে আপনার জিমেইল বা গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।

এরপর Blogger.com এ প্রবেশ করুন।
প্রবেশের পর নিচের ছবির মতো “NEW POST” লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
“NEW POST” লেখায় ক্লিক করার পর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে। নিচের ছবি ফলো করে সেখানে আপনি আপনার ব্লগ পোস্টের টাইটেল, পোস্ট থাম্বনেইল, পোস্ট কন্টেন্ট, পোস্ট লেবেল, পোস্ট কাস্টম লিংক, সার্চ ডেস্ক্রিপশন, ও কমেন্ট অপশন সঠিকভাবে দিন।

উপরের ছবি ফলো করে আপনি সহজেই ব্লগে পোস্ট পাবলিশ করতে পারবেন। উপরের ছবি অনুযায়ী নিচে বিস্তারিত দেওয়া হয়েছে। এগুলো ফলো করে পোস্ট এর যাবতীয় তথ্য সঠিকভাবে দিন।
  • ১ নম্বরে আপনার পোস্টের টাইটেল দিন। অর্থাৎ আপনি যে বিষয়ে লিখবেন সে লেখা অনুযায়ী একটি শিরোনাম দিন। যাতে শিরোনাম পড়েই আপনার লেখা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 
  • ২ নম্বর বক্সে ছবিসহ পোস্ট কন্টেন্ট লিখুন। লেখাকে কালার করা,  লিংক এডড করা সব গুলোর আইকন দেওয়া আছে যেটা দেখেই বুঝতে পারবেন। পোস্টে একাধিক ছবি আপলোড দিলে সবার উপরের ছবিটি পোস্ট Thumbnail হিসেবে সো করবে। ছবি পোস্ট রিলেটেড দিবেন যাতে ভিজিটর ছবি দেখেই বুঝতে পারে পোস্ট কোন বিষয়ের উপর লিখা হয়েছে।
  • ৩ নম্বরে পোস্টের লেবেল, ক্যাটাগরি বা বিষয় দিন। বিষয় পোস্টের সাথে মিল রেখে দিবেন। যেমনঃ এই পোস্ট ব্লগার নিয়ে তাই লেবেলে “ব্লগার” ব্যবহার করা হয়েছে। অনেক গুলো লেভেল দেওয়া আছে আপনার পোস্ট কোন লেভেল গুলোর সাথে মিলে সে গুলো সিলেক্ট করুন।
  • ৪ নম্বরে হলো লিংক অপশন। আপনি যদি ইংলিশে পোস্ট টাইটেল লিখেন তাহলে অটুমেটিক লিংক তৈরি হয়ে যাবে কিন্তু বাংলায় পোস্ট টাইটেল লিখলে আপনাকে লিংক তৈরি করে নিতে হবে। লিংক অবশ্যই ইংলিশে তৈরি করবেন। Custom Link এ শর্ট ওয়ার্ড লিখুন যা লিংকে দেখাবে৷  Example. Blog-new-post 
  • ৫ নম্বরে অপশনটি হলো সার্চ ডেস্ক্রিপশন বা মেটা ডেস্ক্রিপশন। এখানে আপনার পোস্ট সম্পৃক্ত কিছু সার্চ কিওয়ার্ড ব্যবহার করবেন। গুগুলে কেউ আপনার পোস্ট সার্চ করলে যে লেখা গুলো সো করাতে চান৷ কারন সার্চ করার সময় আপনার সম্পুর্ন লেখাটি গুগুলে সো করবেনা।
  • ৬ নম্বরে কমেন্ট অপশন পাবেন। সেখানে আপনার ইচ্ছা অনুযায়ী পোস্টে কমেন্ট অপশন হাইড ও শো করাতে পারবেন।
সবকিছু সঠিকভাবে বসানোর পর নিচের ছবির মতো উপরের ডান দিকে “Publish” বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে পোস্ট ব্লগে শেয়ার করে দিন।
এছাড়ও পোস্ট সেভ করে রাখতে পারবেন,  বা টাইম সেট করে রাখতে পারবেন। 

আজ এ পর্যন্তই,  কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। নিয়মিত আপডেট পেতে কওমী কলমের সাথেই থাকুন।  আল্লাহ হাফেজ। 

Post a Comment

Previous Post Next Post
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন