”জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা" বইটি পড়ে বিশ্বে মুসলিমদের অধপতনের কারণ জানুন।


এই বইটি  হচ্ছে ইসলামী জাগরণ সিরিজের দশম গ্রন্থ। এতে এমন এক বিষয়ে আলোচনা করা হয়েছে যা মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ও বটে, আমরা বিশ্বের যে ভূখণ্ডেই থাকি না কেন? আর সেটি হচ্ছে জেরুজালেম (আল-কুদস) সমস্যা।
জেরুজালেম আজ ঝড়ের মুখে, এক ধেয়ে আসা বিপদের তোপে, যায়নবাদের কালো থাবার নিচে। যারা আঁটঘাট বেঁধে নেমেছে, লক্ষ্য স্থির করেছে, নিখুঁত পরিকল্পনা গ্রহণ করেছে কুদসকে গ্রাস করার জন্য, একে ইহুদী নিয়ন্ত্রণে আনার জন্য, এর ইসলামী পরিচিতি মুছে ফেলার জন্য। তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করেছে, এতে কোনো রাখঢাক করেনি।
তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এবং এজন্য সর্বপ্রকার পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু ইসলামী উম্মতের পক্ষ থেকে কেউ এর প্রতিরোধে এগিয়ে আসেনি, যদিও তারা সর্বত্র ছড়িয়ে রয়েছে। প্রাচীন প্রবাদ বাক্যে বলা হয়েছে, ফেরাউনকে জিজ্ঞেস করা হয়েছিল, 'তোমার এই উন্মত্ততা কি কারণে?' সে উত্তরে বলেছিল, ‘কেউ আমাকে প্রতিরোধ করেনি বলে ।'  

আমরা এখানে অমনোযোগীদের সতর্ক করতে চাই, ঘুমন্তদের জাগাতে চাই,বিস্মৃতদের স্মরণ করাতে চাই, ভীরুদের সাহস দিতে চাই, দ্বিধাগ্রস্তদের দৃঢ় হতে বলি, খিয়ানতকারীদের মুখোশ উন্মোচন করতে চাই এবং মুজাহিদদের হাতকে শক্তিশালী করতে চাই, যারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং দুর্বলতাকে ঝেড়ে ফেলেছে আর দৃঢ় সংকল্প গ্রহণ করেছে মাথা উচু করে বেঁচে থাকার জন্য অথবা শহীদ হয়ে মরার জন্য ।


কুদস শুধুমাত্র ফিলিস্তিনীদের একার নয়, যদিও তারা এর সবচেয়ে বেশি হকদার। এটি আরবদের একার নয়, যদিও তারা এর হেফাযতের প্রথম লোক।
এটি হচ্ছে সকল মুসলমান, সেই মুসলমানের অবস্থান যেখানেই হোক না কেন,দুনিয়ার একেবারে পূর্ব বা পশ্চিমে, উত্তর অথবা দক্ষিণে, সে শাসক হোক বা প্রজা, শিক্ষিত বা অশিক্ষিত, ধনী কিংবা দরিদ্র, পুরুষ অথবা মহিলা জেরুজালেম সবারই, প্রত্যেকের যোগ্যতা ও সামর্থ অনুযায়ী।
হে ইসলামের অনুসারীগণ! আপনারা তৈরি হোন। অবস্থা খুবই গুরুতর।
সময় খুবই বিপজ্জনক। জেরুজালেম, জেরুজালেম, জেরুজালেম, আল-কুদস,
আল-কুদস, আল-আকসা আল-আকসা!!.
وَ قُلِ اعۡمَلُوۡا فَسَیَرَی اللّٰهُ عَمَلَکُمۡ وَ رَسُوۡلُهٗ وَ الۡمُؤۡمِنُوۡنَ ؕ وَ سَتُرَدُّوۡنَ اِلٰی عٰلِمِ الۡغَیۡبِ وَ الشَّهَادَۃِ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ(١٠٥)
“আর বলে দিন, তোমরা কাজ করে যাও। অবশ্যই আল্লাহ, তাঁর রাসূল এবং মুমিনগণ তোমাদের কর্মকাণ্ড প্রত্যক্ষ করবেন। অতঃপর তোমাদেরকে অন্তর্যামীর দিকেই ফিরিয়ে নেয়া হবে, তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন।” (সুরা তাওবা : ১০৫)


এই বই প্রসঙ্গে মুহাম্মদ শামাউন আলী বলেন
আল-কুদস তথা জেরুজালেম আজ ইহুদীদের কবলে। মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন। মুসলমানদের প্রথম কিবলা আজ দখলদার ইহুদীদের আগ্রাসনে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। মুসলিম বিশ্বের চোখের সামনে আজ জেরুজালেম
কাঁদছে । কিন্তু এ উম্মত যেন আজ নির্বিকার, উদাসীন।

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)-এর সময় উদ্ধারকৃত এই কুদস আবার ক্রুসেডের আক্রমনের শিকার। আল-আকসাকে প্রায় দেড়শ বছর পদানত করে রেখেছিল ক্রুসেডারা।
এরপর সালাহ উদ্দীন আইউবী মুক্ত করেছিলেন ক্রুসেডার হায়েনাদের দখল থেকে। আজ আবার যায়নবাদী ইহুদীচক্র  আল কুদসকে(জেরুজালেমকে) দখল করে এর ইসলামী ঐতিহ্যকে মিটিয়ে ফেলার অপঃতৎপরতায় লিপ্ত।


কিন্তু আমাদের তথা মুসলমানদের কি কোন দায়-দায়িত্ব নেই? গোটা দুনিয়ার মানুষ কি নির্বিকার চিত্তে এর পতন প্রত্যক্ষ করবে, নাকি এ ব্যাপারে তাদের কোন কিছু করার আছে? এ সম্পর্কে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ড. ইউসুফ আল-কারযারী القدس قضية كل مسلم নামক গ্রন্থে আলোকপাত করেছেন খুবই যুক্তিযুক্ত ও প্রাঞ্জল ভাষায়।
আমরা বইটি “জেরুজালেম বিশ্বমুসলিম সমস্যা” নামে বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দিতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। বইটি পাঠ করে বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি হলে আমাদের শ্রম সার্থক
হয়েছে বলে মনে করব।

বইটি পড়ুনঃ আপনার ঘুমন্ত ঈমানটাকে জাগ্রত করুন,জেরুজালেম থেকে বাইতুল আকসাকে হেফাজতের শপথ করুন।

লেখকঃ ড.ইউসুফ আল কারযাবি।
সাইজঃ 4.1 Mb

1 تعليقات

  1. বই তো ৮ এমবি 😐
    ধন্যবাদ শেয়ার করার জন্য

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন