অনলাইনে হাইআতুল উলয়া পরিক্ষার নেগরান ও মুমতাহিনের আবেদন করবেন যেভাবে। [ভিডিও টিউটোরিয়াল]

এবছর দাওরায়ে হাদিসের পরিক্ষা কবে? 

২০২৪ সনের দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হবে , ১১ শা'বান ১৪৪৫ হিজরী, ২২ ফেব্রুয়ারি ২০২৪ ঈসাব্দ রোজঃ বৃহস্পতিবার alert-success

এবং পরীক্ষা শেষ হবে, ২১ শা'বান ১৪৪৫ হিজরী, ৩ মার্চ ২০২৪ ঈসাব্দ রোজঃ রবিবার। 

তাকমিল ফিল হাদিস পরিক্ষা

পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার পর্বেই পরিক্ষার্থীর জন্য নেগরান নিয়োগের ঘোষনা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। আল-হাইআতুল উলয়ার অফিসিয়াল পেইজে এক পোস্টে বলা হয় ১৪৪৫ হিজরীর দাওরায়ে হাদীস পরীক্ষার জন্য আরো ২০০ জন নেগরান এবং ২৫০ জন মুমতাহিন নিয়োগ করা হবে।

আরো পড়ুন… ৪৭তম বেফাক পরিক্ষার সিলেবাস ২০২৪ (বালক-বালিকা) ফেরাকে বাতেলা নমুনা প্রশ্ন

যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ত সাপেক্ষে আবেদন করার জন্য বলা হয়েছে। 

যেভাবে আবেদন করবেন। 

নিচের লিংকে দেয়া আবেদন ফরম পূরণ করে মুহতামিম অথবা নাজিমে তা‘লীমাতের স্বাক্ষর ও সিলসহ স্ব স্ব মাদরাসা এডমিনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২৭ জুমাদাল উখরা, ৩১ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে। 

নেগরান আবেদন ফরম ডাউনলোড/download/button/blue

মুমতাহিন আবেদন ফরম ডাউনলোড/download/button/green

কিভাবে নেগরান ও মুমতাহিন আবেদন ফরম পুরণ করবেন, বিস্তারিত নিচের ভিডিও টিউটোরিয়ালে দেখুন। 


নিচের বিষয় গুলো দ্রষ্টব্যঃ

ক) আবেদনকারীদের মধ্য হতে বাছাই করে প্রয়োজনীয় সংখ্যক নেগরান ও মুমতাহিন নিয়োগ করা হবে। অবশিষ্ট আবেদনকারীগণ ‘অপেক্ষমাণ’ তালিকায় থাকবেন। মনোনীত নেগরান ও মুমতাহিনগণের মধ্যে অনেকে পরীক্ষার পূর্বে অপারগতা জানান। তখন প্রয়োজন হলে অপেক্ষমাণদের মধ্য হতে নেগরান ও মুমতাহিন নিয়োগ করা হবে।

আরো পড়ুন… কওমী মাদ্রাসার সকল জামাতের কিতাব (দরসে নেজামীর কিতাব সমুহ PDF)

খ) ইন-শা-আল্লাহ এ বছর দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার, ১১ শা‘বান ১৪৪৫ হিজরী, ২২ ফেব্রুয়ারি ২০২৪ ঈসাব্দ এবং পরীক্ষা শেষ হবে রবিবার, ২১ শা‘বান ১৪৪৫ হিজরী, ৩ মার্চ ২০২৪ ঈসাব্দ। ১ম শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে। ২য় শুক্রবার ও ১৫ শা‘বান (শবেবরাত পরবর্তী দিন) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গ) পরীক্ষার পরদিন, ৪ মার্চ ২০২৪ তারিখ সোমবার সকাল ৮টা থেকে উত্তরপত্র মূল্যায়ণকেন্দ্রে এসে বুখারী শরীফ-১, বুখারী-২, মুসলিম শরীফ-১, মুসলিম শরীফ-২, তিরমিযী শরীফ-১ ও আবূ দাউদ শরীফের মুমতাহিনগণকে খাতা দেখতে হবে। অবশিষ্ট ৪ কিতাবের মুমতাহিনগণকে উত্তরপত্র মূল্যায়ণকেন্দ্রে আসতে হবে ৬ মার্চ ২০২৪ তারিখ বুধবার। খাতা দেখার সময় সর্বোচ্চ ১০ দিন। প্রথম ৬ কিতাবের মুমতাহিনগণ ইন-শা-আল্লাহ রমাযানের পূর্বেই খাতা দেখা শেষ করতে পারবেন।

ঘ) দাওরায়ে হাদীস পরীক্ষার জন্য যোগ্য নেগরান ও মুমতাহিনের প্রয়োজনীয়তা রয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ, মুহতামিম সাহেব ও সিনিয়র উস্তাদবৃন্দকে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।  

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে, 

-মুঃ অছিউর রহমান, অফিস ব্যবস্থাপক, আল-হাইআতুল উলয়া। 

Post a Comment

Previous Post Next Post
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন