Palestine o Hamas বই সম্পর্কে..
ফিলিস্তিনি সমস্যা বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন একটি ‘মানবিক সমস্যা। মাঝে মাঝে ভাবি- ফিলিস্তিনিরা কি মানব জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? না কি আমরা মানব জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে তারা উদ্বাস্তু,তারা সন্ত্রাসী এবং তারাই মৌলবাদী জনগোষ্ঠী।
অথচ দখলদার জারজ ইহুদি রাষ্ট্রটি যেন বিশ্বের সকল আইনের উর্ধ্বে; তাকে রুখতে পারে এমন কোনো শক্তি বিশ্বে জন্মায়নি। তারা যা ইচ্ছে করতে পারে; সবকিছু করার তাদের অধিকার আছে; এমনকি পুরো ফিলিস্তিনি ভূ-খণ্ড থেকে সকল ফিলিস্তিনিকে হত্যার লাইসেন্সও তাদের আছে। এ কেমন বিশ্বব্যবস্থা।
এ কেমন মানবতা! হয়তো গতকালও শুয়ে শুয়ে ভেবেছি, আর না (যদিও আমার ভাবনার কোনো দাম নেই)! এভাবে ফিলিস্তিনি মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আর না। বিবেকহীন বিশ্বের মুখে লাথি মেরে জারজ রাষ্ট্রটির কাছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে। অন্তত মানুষ হয়ে দু'দিনের পৃথিবীতে একটু শান্তির নিশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবে ওরা। জীবনকে এত দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়ে কী সুখ আমরা পেতে যাচ্ছি! আর জালিম ইসরায়েলিদের নিকট থেকে কি ক্ষমতালোভী অবিমৃশ্যকারী বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের মুক্তির কোনো বার্তা শোনাতে পারবে?
হতাশাগ্রস্ত মনে যেন আলোর ঝলকানি দিয়ে উঠেছে ‘হামাস'। মনে হচ্ছে ওরা পারবে। ওরা পারবে হিংস্র জায়োনিস্টদের বিষদাঁত উপড়ে ফেলতে।
ফিলিস্তিন ও হামাস বইয়ের সূচিপত্র..
হামাস সরকারের চ্যালেঞ্জ
হামাসের বিজয়ের প্রতি প্রথম চ্যালেঞ্জ ছোড়ে ফাতাহ্। কেননা, পূর্বে তারাই ছিল ফিলিস্তিনের হর্তাকর্তা। তবে ফাতাহ্ চাপকে হামাস আমলেই নেয়নি।
আন্তর্জাতিক চাপ হামাসকে চাপে ফেলতে তৎপর হয়। আন্তর্জাতিক অবরোধ দিয়েও হামাস সরকারকে দুর্বল করা যাচ্ছিল না; বরং হামাসের প্রতি জনগণের আস্থা বাড়ছিল। কেননা, এসবের জন্য সাধারণ মানুষ ইসরায়েল ও তাদের পশ্চিমা দোসরদের দায়ী করছিল।
বইটি পড়ুন.. আপনার মুসলিম ভাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন।
বই নামঃ ফিলিস্তিন ও হামাস (এক রক্তাক্ত উপাখ্যান)।
লেখকের নামঃ ড.সায়ীদ ওয়াকিল।
প্রকাশনাঃ বিন্দু প্রকাশ।
পৃষ্ঠাঃ ১২১।
PDF সাইজঃ 35 MB।
Post a Comment