বিশ্ব ইজতেমা ২০২৪ |
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে শুক্রবার (২ ফেব্রুয়ারি)। এরই মধ্যে শীত উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে প্রস্তুত করছেন ইজতেমা ময়দান।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। ৯ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ন্যায় একইভাবে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। ৯ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ন্যায় একইভাবে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
প্রথম পর্বের ইজতেমায় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানের মুসল্লিরা অংশ নেবেন।
দ্বিতীয় পর্বের ইজতেমায় মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন।
এবছরের বিশ্ব ইজতেমা ২০২৪ অনুষ্ঠিত হবে ২ টি মাঠে।
১. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান
২. উত্তরা ১৫ নং সেক্টর দিয়াবাড়ি মাঠ; এই দুই স্থানে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে প্রথম অবস্থায় শুনা গেলেও। মুরব্বিদের সর্বশেষ ফয়সালায় প্রতি বছরের ন্যায় এবারো এক মাঠেই ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ইজতেমা নোটিশ সমুহঃ
গাড়ি পার্কিং নির্দেশনা।
পাশাপাশি মুসল্লিদের চলাচল এবং নিজ গন্তব্য চিনার জন্য এজতেমার ম্যাপ প্রকাশ করা হয়েছে। সেইসাথে মুসল্লীদের নিজ জায়গায় পৌছানোর জন্য জেলা ভিত্তিকৃত নাম্বারও প্রকাশ করা হয়েছে।
নিচে ম্যাপ থেকে আপনার নির্ধারিত খিত্তাহ নাম্বার দেখেন।
বিশ্ব ইজতেমা ম্যাপ ২০২৪।
View Full Size Image/preview/button/green |
নোটঃ ম্যাপ বুঝার জন্য সহজ পদ্ধতি হলো প্রথমে আপনার কেবলা নির্ধারণ করুন, এরপর ম্যাপে দেওয়া পশ্চিম দিক (ক্বেবলা) অনুযায়ী ম্যাপের সাথে মিলিয়ে নিন। তারপরে আপনার প্রবেশ পথ বাহিরে করুন।
আল্লাহ তাআলা আমাদের দ্বীনের প্রতিটি মেহনতকে কবুল করুন. আমীন।
ধন্যবাদ। অনেক খুঁজাখুঁজির পর HD ছবিটা পাইলাম 😍
ReplyDeleteধন্যবাদ! 😍 শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন !
DeletePost a Comment