আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড। বাংলাদেশ সরকার ২০১৮ সালের ১১ এপ্রিল এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসকে (ইসলামী শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা প্রদান করে।
আরো পড়ুন… ৪৭ তম বেফাক পরিক্ষার রুটিন ২০২৪ (বালক-বালিকা) ১৪৪৫ হিজরী
এর আগের স্তরে কওমী মাদ্রাসা ৬টি বোর্ড এর সমন্বয়ে শিক্ষার্থীরা পরিক্ষা দিলেও সর্বশেষ হাইআতুল উলয়া পরিক্ষার মধ্যেমে মাস্টার্স, তাকমীল ফিল হাদিস সমাপ্ত করেন। আল হাইয়াতুল উলিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে বর্তমানে তাদের অধীনে মাদরাসার সংখ্যা ২৬০৭টি এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০৩২৭০জন।
দাওরায়ে হাদিসের পরিক্ষা কবে?
দাওরা হাদিস পরিক্ষার রুটিন.
পরিক্ষা সংক্রান্ত ঘোষণাঃ
১. ১১ শা'বান ১৪৪৫ হিজরী মোতাবেক ২২ ফেব্রুয়ারী ২০২৪ ঈসাব্দ, বৃহস্পতিবার হতে পরীক্ষা আরম্ভ হবে। (ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে)
২. পরীক্ষা সকাল ৯.০০ (নয়টা) হতে ১২.৩০ (সাড়ে বারোটা) এবং শুক্রবার সকাল ৮ টা হতে ১১.৩০ টা (৩.৩০ ঘণ্টা) পর্যন্ত চলবে।
৩. পরীক্ষার্থীদের ১ম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিন থেকে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
৪. কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আ'লার দেয়া ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকালে/রাতে নেয়া হবে।
কিরাআতের নম্বর মূল পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হবে না। সনদ পাওয়ার জন্য কিরাআত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শর্ত।
এডমিন, কওমী কলম
৯\১০১০
ردحذف4253
حذفإرسال تعليق