সেলফিন অ্যাপ লগিন করা ছাড়াই ইসলামি ব্যাংকের ব্যালেন্স সহ সকল তথ্য দেখুন একদম ফ্রিতে।


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ই মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক যার ৩৬.৯১% স্থানীয় এবং ৬৩.০৯% বিদেশি বিনিয়োগ রয়েছে। মোট ৬২৩ টি শাখা নিয়ে এই ব্যাংকটি দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্থান পেয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতে দেশের সবচেয়ে লাভজনক ব্যাংক। 

এই অল্প সময়ে এতো জনপ্রিয় হওয়ার কারণ তাদের একাউন্টের ধরণ এবং বিভিন্ন সুবিধা রাখা। এছাড়া গ্রাহকদেরকে তাদের ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য তাদের নিজস্ব IBBL এবং Cell fin অ্যাপ রয়েছে। 

তবে সেলফিন অ্যাপ ব্যবহার করার জন্য একাউন্ট করতে হয়, সাথে আবার ডিভাইস ভেরিফাই করতে হয়। যেটা অনেক সময়ের বেপার। তাই যাদের ইসলামী ব্যাংকে একাউন্ট আছে কিন্তু Cellfin একাউন্ট নেই বা cellfin এ ব্যাংক একাউন্ট অ্যাড করা নেই এবং যারা দেশের বাহিরে থাকেন এবং বাহিরে থেকে ব্যাংক একাউন্ট পরিচালনা করেন তাড়া এখন খুব সহজে এবং বিনা খরচে মূহুর্তেই ব্যাংকের ব্যালেন্স-স্ট্যটমেন্ট চেক করতে পারবেন।

আগে ব্যালেন্স বা স্ট্যটমেন্ট চেক করতে হয়তো ব্যাংকে যেতে হত বা টাকা খরচ করে এসএমএস পাঠিয়ে ব্যালেন্স চেক করতে হত। এখন সে ঝামেলাটি পোহাতে হবে না। 

যে সব সেবা অ্যাপ ব্যবহার করা ছাড়াই বিনামূল্যে পাবেন।

  • Check Account Balance
  • Check Card Balance
  • Show Account Statement
  • Show Card Statement
  • Issue ATM Transaction Dispute
  • Track Issued Dispute
তো চলুন মূল কাজ শুরু করা যাক। 🙂তারপর নিচের মতো একটা পেইজ সো করবে। এবার আপনার একাউন্টে যুক্ত ফোন নাম্বার দিন। এবং ছবিতে প্রদর্শীত লেখা গুলো টাইপ করে Procced ক্লিক করুন। 
এবার নিচের লিস্ট থেকে আপনার প্রয়োজন মতো তথ্য দেখার জন্য ক্লিক করুন। আমি ব্যালেন্স দেখবো তাই Check Account Balance ক্লিক করলাম।
এবার আপনার ফোনে মেসেজ একটা Otp কোড পাঠানো হয়ছে, সেটা টাইপ করুন। 
এবার আপনার নাম সহ একাউন্ট নাম্বার দেখতে পাবেন, 
একাউন্ট নাম্বারে ক্লিক করুন। নিচের ছবিতে ব্যালেন্স দেখতে পাচ্ছেন।  
এবার আগের নিয়মেই আমার Account Statement দেখবো।


একবার ওটিপি দিয়ে ভেরিফাই করলে বাকি তথ্য গুলো সহজেই দেখতে পারবেন।  এই ছিলো আজকের টপিক।  সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। 

Airtel Info.. Credit. 
🔹Wikipedia 

Post a Comment

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন