Terabox অ্যাপ ছাড়াই যে কোন ভিডিও ডাউনলোড করুন একদম সহজ উপায়ে। (বিজ্ঞাপনের ঝামেলা আর নয়।)

আসসালামু আলাইকুম।আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। টাইটলে দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে কথা হবে বেশিকথা না বলে সরাসরি আমাদের মেইন টপিকে চলে যাই।
  • Terabox
  • Terabox অ্যাপসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা একটা Cloud Storge Spece
তবে এটা বেশি জনপ্রিয় হওয়ার অন্যতম কারন 1000GB ফ্রি Cloud Storge দেয়ায়।ইউজাররা Terabox অ্যাপস বড় বড় ফাইল এবং ভিডিও শেয়ারিং এর জন্য বেশি ব্যবহার করে

Terabox অ্যাপসে মেইন একটা সমস্যা হচ্ছে প্রচুর ADS আসে যেটা খুবই বিরক্তি কর। যার জন্য আমরা কোনো ফাইল ডাউনলোড বা ভিডিও ভালোভাবে দেখতে পারি না

  • আজকে এমন একটা অ্যাপস শেয়ার করব যেখান থেকে আপনি Terabox ভিডিও ডাউনলোড দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই
  • যে ভিডিওটা ডাউনলোড দিবেন সেই লিংকটা শুধু কপি করে এনে পেস্ট করবেন

চলুন দেখে নেই কিভাবে ডাউনলোড করবেন

আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিও লিংকটি কপি করে এনে ছবিতে দেখানো জায়গায় পেস্ট করে ডাউনলোড এ ক্লিক করবেন


ডাউনলোডে ক্লিক করলে আপনি ভিডিওর সব ইনফরমেশন দেখতে পারবেন। 

  • File Size
  • File Name
  • Thumbnail
  • Direct Download Link

ভিডিও ইনফরমেশন দেখে তারপর না হয় ডাউনলোড দিবেন🙃
Thumbnail এ যদি ক্লিক করেন তাহলে ভিডিওর Thumbnail ও কিন্তু শো হবে


ডাউনলোড এ ক্লিক করলেই ডিরেক্ট ডাউনলোড শুরু হয়ে যাবে

Apps Download Link:

আশাকরি পোস্টটা কাজে লাগবে

কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন


টেকনলোজি বিষয়ক সকল আপডেট পেতে নিয়মিত কওমী কলমের সাথেই থাকুন।
এছাড়াও টেকনোলজি বিষয়ক সকল ট্রিকস ভিডিও আকারে পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সেখানে প্রতিনিয়ত হ্যাকিং এবং মোড করার ভিডিও শেয়ার করা হয়।

তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ

2 تعليقات

  1. অ্যাপ রিভিউ দিলেন। বাট অ্যাপের নাম কি, সাইজ কত এমবি, কিছুই তো লেখা নাই।
    লিংক কাজ করেনা তো।

    ردحذف
    الردود
    1. লিংক আপডেট করে দিয়েছি
      এখন দেখেন
      Apps Size Only 5MB

      حذف

إرسال تعليق

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন