আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি জিমেইল আসলে কি? কেন আপনি জিমেইল ব্যবহার করেন? জিমেইল এর কাজ কি?
এইবার সিকিউরিটি গিয়ে পাসওয়ার্ড লেখাটি খুজে বাহির করেন সেটাই প্রবেশ করুন।
এবার Forget Password লেখাটিত ক্লিক করুন
আপনি এসব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেও অধিকাংশ লোক এর উত্তরে এটাই বলে যে, জিমেইল দিয়ে প্লে স্টোরের অ্যাপ নামাতে হয়। ইউটিউব দেখতে হলে জিমেইল এর প্রয়োজন হয়।
জিমেইল এর তৈরী করার মুল উদ্দেশ্য কি এটাই ছিলো? উত্তর না, আজকের মুল টপিকে যাওয়ার আগে জিমেইল এর গুরুত্ব নিয়ে আলোচনা করবো। যাতে করে আপনি জিমেইলকে এতো সহজ আর সস্তা মনে না করেন। আর অবহেলা করে পাসওয়ার্ডও ভূলে না যান 🙂
জিমেইল প্রতিষ্ঠাতার নাম কি?
জিমেইল প্রতিষ্ঠাতার নাম "পল বুচহার্ড"। তিনি ২০০৪ সালে জিমেইল এর প্রথম সংস্করণ তৈরি করেন।
জিমেইল তৈরী করার উদ্দেশ্য কি ছিলো?
জিমেইল তৈরী করার প্রধান উদ্দেশ্য ছিল ইমেইল প্রদানের সুবিধা সরবরাহ করা। এটি ইমেইল পাঠানো, প্রাপ্ত করা, সংরক্ষণ করা এবং ইমেইল ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করার জন্য তৈরি করা হয়েছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইমেইল সার্ভিসের বিশেষ দক্ষতা, সুবিধা, এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে। এছাড়াও, ইমেইল ঠিকানা ব্যবহার করে অন্যান্য ওয়েবসাইট এবং সার্ভিসে অ্যাকাউন্ট তৈরির জন্য জিমেইল ব্যবহার করা যায়।
২০০৪ সালে প্রাথমিক পর্যায়ে জিমেইল দিয়ে ইমেইল এবং ফাইল আদান-প্রদানের মুল উদ্দেশ্য থাকলেও বর্তমানে এর ব্যবহার ব্যাপকতা লাভ করেছে।
একটি জিমেইল দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন
- জিমেইলের মধ্যেমে আপনার সম্পুর্ন ফোন কন্ট্রোল করতে পারবেন। ফোন চুরি হয়ে গেলেও সেটা ফিরিয়ে আনা সম্ভব।
- একটি জিমেইলে ১৫ জিবি স্টোরেজ থাকে। Drive ব্যবহার করে সেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ ছবি ফাইল ভিডিও সংরক্ষণ করে রাখতে পারবেন।
- Keep এ্যাপ ব্যবহার করে সকল প্রাইভেট নোট সেখানে ফোল্ডার আকারে সংরক্ষণ করে রাখতে পারবেন।
- আপনার সিমের নাম্বার গুলো জিমেইলে সেভ রাখতে পারবেন৷, এতে সিম বা ফোন হারিয়ে গেলেও জিমেইল লগীন করলেই সব নাম্বার চলে আসবে।
এমন আরো অনেক কাজ করা যায়, আমি উদাহরণ স্বরূপ কিছু বল্লাম যাতে আপনি একটু আন্দাজ করতে পারেন। এখন কথা হলো আমরা অনলাইন কত কিছুইতো করি, প্রয়োজনে কত সাইট অ্যাপে একাউন্ট করে থাকি। সব গুলোর পাসওয়ার্ড কি মনে রাখা সম্ভব? উত্তর হ্যাঁ সম্ভব।
তবে সেগুলো আপনার জিমেইলেই মনে রাখবে আপনি শুধু কষ্ট করে জিমেইলের পাসওয়ার্ডটা মনে রাখবেন, বাকি ইন্টারনেটে যত অ্যাপ আর ওয়েবসাইটে পাসওয়ার্ড দেন সব জিমেইল সংরক্ষণ করে নিবে এমনকি যেই App বা Site এ যে পাসওয়ার্ড দিছেন সেটাও সেখানে সো করবে৷
তাহলে ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে গেলোনা!?
এবার চলুন আরো সহজ করে দেই৷ জিমেইলের পাসওয়ার্ড কিভাবে মনে রাখবেন? মানে আপনি চাইলেও আর ভুলতে পারবেন না। এর জন্য আপনি দুইটা কাজ করবেন , নতুন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে পাসওয়ার্ড দিবেন নাম,জন্মসাল,আর কিছু ইজিবিজি কোড।
যেমনঃ Shohag@1995, Mijan#1997
এখন মনে হতে পারে এই পদ্ধতিতে দিলেতো এই পোস্ট যারা পড়বে তারাই আপনার পাসওয়ার্ড জেনে গেলো। তাহলে এক কাজ করবেন আপনার নানীর নাম আর আপনার জন্ম সাল দিয়েন। তাহলে আর কেউ জানবেনা 😁
যাইহোক কিভাবে জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেটআপ করবেন সে বিষয় জানা যাক।
নতুন পাসওয়ার্ড সেট কয়েকভাবেই করা যায়।
আমি সবচেয়ে সহজ পদ্ধতিটাই বলবো এর জন্য শর্ত হলো পাসওয়ার্ড ভুলে যাওয়া জিমেইলটি আপনার ফোনে লগীন থাকতে হবে। আর যদি লগীন না থাকে তাহলে অন্য উপায় আছে অন্যদিন সে বিষয় নিয়ে আলোচনা করবো।
আজ লগীন থাকা জিমেইলের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন সেটা শিখবো। চলুন মুল কাজ শুরু করা যাক।
প্রথমে আপনার ফোনের প্লে স্টোর অপেন করুন। তারপরে ডান পার্শ্বে কর্ণারে ক্লিক করুন।
তারপর Manage Your Google Account. এইবার সিকিউরিটি গিয়ে পাসওয়ার্ড লেখাটি খুজে বাহির করেন সেটাই প্রবেশ করুন।
এবার Forget Password লেখাটিত ক্লিক করুন
এবার আপনার ফোনের লক স্ক্রিন ভেরিফাই করা হবে। তাই Continue তে ক্লিক করে ফোনের লক বা ফিঙ্গার দিন।
এবার নতুন পাসওয়ার্ডের জন্য দুইটা বক্স সো করবে। দুই বক্সে একি পাসওয়ার্ড দিন। পূর্বে যে পদ্ধতিতে দিতে বলছিলাম এভাবেই পাসওয়ার্ড দিন। তারপরে Change Password এ ক্লিক করুন।
এবার নতুন পাসওয়ার্ডের জন্য দুইটা বক্স সো করবে। দুই বক্সে একি পাসওয়ার্ড দিন। পূর্বে যে পদ্ধতিতে দিতে বলছিলাম এভাবেই পাসওয়ার্ড দিন। তারপরে Change Password এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ আশা করি, যেভাবে দেখানো হয়ছে সেভাবে কাজ করলে অবশ্যই সফল ভাবে পাসওয়ার্ড চেইন্জ করতে পারবেন।
এখন আমরা জানবো কিভাবে জিমেইলে অন্য সকল পাসওয়ার্ড সংরক্ষণ করবেন। এরজন্য Google Keep এ নোট করুন, ফোন হারিয়ে গেলেও হারাবেনা আপনার লিখিত নোট এই পোস্টি দেখতে পারেন।
এই ছিলো আজকের পোস্ট। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
জরুরী কোন প্রয়োজনে আমাকে ফেসবুকে মেসেজ দিন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
Post a Comment