ইফতা বিভাগের ফতোয়া ও তামরীনের দালায়েল খোজার গুরুত্বপূর্ণ কিছু ইসলামিক অ্যাপস।


তাখাসসুস ফিল ফিকহ (ইফতা বিভাগ) এর ছাত্রদের ভাইদের জন্য সময়োপযোগী কিছু অ্যাপ নিয়ে আলোচনা করবো। যার দ্বারা ফতোয়া লিখা,  বা দৈনন্দিন তামরীন করতে হলে এই অ্যাপগুলো আপনার অনেক সহযোগী হবে।  বর্তমান উন্নত প্রযুক্তি সাথে সাথে আমাদের মাসআলা মাসায়েল গুলোও আপডেট হচ্ছে।  আধুনিক মাসআলা জানার জন্য আধুনিক কিতাবাদী সহ অনলাইনেও অনেক কিতাব ও অ্যাপস এর ব্যবস্থা রয়েছে।  যেগুলোর সঠিক ব্যবহার জানলে আপনার জন্য মাসআলা বা তামরীন লিখতে অনেকটায় সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 

প্রথমত আমরা হাওলা বা দলিল বের করার দুই পদ্ধতি সম্পর্কে জানবো। 
১. অফলাইন
২. অনলাইন

* অফলাইন থেকে হাওলা বের করার অর্থ হলো, জিজ্ঞাসিত মাসয়ালাটি কুরআন, হাদীস, ফতোয়া ও ফিকহের কোন কিতাবে কোন অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট তা মুতালায়া করার মাধ্যমে দলিল খুঁজে বের করা।

* অনলাইন থেকে হাওলা বের করার অর্থ হলো, মাকতাবায়ে শামেলা, কুতুবে তিস'আ, আহলে হক মিডিয়া, মুসলিম বাংলা, মারকাযুল কুরআন, ইসলামী যিন্দেগী ইত্যাদি অ্যাপস থেকে এবং গুগল, ইউটিউব, 
ও ফেসবুক থেকে সার্চ দিয়ে দলিল বের করা। 

ইসলামের সহীহ আকীদা বিশ্বাস ও সহীহ আমল সম্পর্কে দলিল বের করা জানার জন্য আজকে আমি আপনাদেরকে কয়েকটি অ্যাপের কথা বলবো। যা প্লে স্টোর থেকে খুব সহজেই ইনস্টল তথা ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপসগুলো আপনার মোবাইল বা কম্পিউটারে থাকলে ঘরে বসে খুব সহজেই যে কোন মাসয়ালার সমাধান নিমিষেই পেয়ে যাবেন। তখন দেখবেন সময়টা খুব সাশ্রয় হবে। আর নতুন নতুন বিষয়ে গভীর ও স্বচ্ছ জ্ঞান অর্জনের যেমন ফজিলত পাবেন, তেমনি ভাবে জানতে পারার আনন্দটাও পাবেন। তাহলে আসুন এবার অ্যাপগুলো সম্পর্কে জেনে নেয়।

প্রথমেই বলবো "মানহাল" অ্যাপটির কথা এখানে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার এর সাবেক ইফতা বিভাগের ছাত্রদের লিখিত দলিলসহ তামরীন তথা ফতোয়া এবং গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবন্ধ পাবেন। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। 

"আহলে হক মিডিয়া" এই অ্যাপটিতে নামায, রোজা, হজ্ব, জাকাত, আকীকা, কুরবানি, দোয়া, দরূদ, ঈমান-আমল, আকীদা-বিশ্বাস, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় ছাড়াও ইসলামের প্রায় সব বিষয়ের সমাধান এখানে দলিলসহ পাবেন। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। 

"মুসলিম বাংলা" এই অ্যাপটিতে ইসলামী অনেক  
বই, প্রবন্ধ, বয়ান, যাকাত ক্যালকুলেটর, কুরআন, তাফসীর, ও হাদীসের অসংখ্য অনুবাদকৃত কিতাব রয়েছে। এ ছাড়াও রয়েছে কেবলা নির্ধারণের জন্য কম্পাস। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

"মারকাযুল কুরআন" এই অ্যাপটিতে চমৎকার কয়েকটি বই পাবেন, যাতে নামাযের মাসআলা সমূহ বিস্তারিত দলিলসহ পাওয়া যাবে। এ ছাড়াও এই অ্যাপে ইসলামের অন্যান্য বিধি বিধানের উপর বেশ কয়েকটি উপকারী দলিল ভিত্তিক বই পাবেন। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

"ইসলামী যিন্দেগী"এই অ্যাপটিতে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে লিখিত অসাধারণ বেশ কয়েকটি বই, প্রবন্ধ, বয়ান ও প্রতিটি জেলার পাঁচ ওয়াক্ত নামাযের স্থায়ী সময় সূচি পাবেন। এ ছাড়াও রয়েছে নিত্য নতুন মাসআলা জানার সুযোগ। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

"কুতুবে তিস'আ" এই অ্যাপটিতে সহীহ বুখারী, 
সহীহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিযী, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহ, সুনানে দারেমী, মুয়াত্তা মালেক, মুসনাদে আহমদ, হাদীসের কিতাবগুলো রয়েছে। প্রতিটি হাদীসের তাহকীক ও তাখরীজ রয়েছে। সাথে আছে শব্দ ও হাদীস নাম্বার দিয়ে সার্চ এর সুযোগ। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

"আল বাহিসুল হাদীসী"
এই অ্যাপটিতে হাদীসের যে কোন শব্দ দিয়ে সার্চ করলেই সঙ্গে সঙ্গে ঐ শব্দের হাদীস ও তাহকীক তথা হাদীসের মান চলে আসবে।

"আলমা'আনী" এই অ্যাপটিতে আরবীতে রচিত সব গ্ৰহণযোগ্য ডিকশনারি রয়েছে। যে কোন আরবী লিখে সার্চ দিলে সঙ্গে সঙ্গে একাধিক আরবী ডিকশনারি থেকে ব্যাখ্যা-বিশ্নেষণ চলে আসবে।ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

"কিপ" একটা চমৎকার অ্যাপ এটাকে আপনি খাতার মত ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে কোন লেখা বা কথা এখানে কপি করে অথবা লিখে রাখতে পারবেন। এই অ্যাপ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো মোবাইল হারিয়ে গেলেও আপনি অন্য মোবাইল দিয়ে আপনার সবগুলো লেখা হুবহু উদ্ধার করতে পারবেন। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

"আলওয়াফী" প্রায় ৫০ হাজার শব্দের আরবী টু বাংলা চমৎকার একটি ডিকশনারি। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। 

"বাংলা টু বাংলা ডিকশনারি"। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

"ইংলিশ টু বাংলা ডিকশনারি" ইকতেসাদ আধুনিক ক্রয় বিক্রয় ব্যাংকিং এর অনেক মাসআলা পড়ার সময় ইংরেজি পরিভাষা ব্যবহার করা হয়। সে গুলোর অর্থ জানতে এটির খুব দরকার।  ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

"ইংলিশ, বাংলা ও আরবী ক্যালেন্ডার"।এক কথায় একের ভিতর সব। ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। 

প্রতিটি অ্যাপে রয়েছে,কপি এবং শেয়ার করে ফেসবুক, ম্যাসেঞ্জার,ইমু,জিমেইল ইত্যাদিতে ইসলাম প্রচার করার দারুন সুযোগ।  

সতর্কতাঃ
প্লে স্টোরে বহু অ্যাপ পাওয়া যায়, যার অধিকাংশ অ্যাপ কুরআন হাদীস বিরোধী ও মানুষের মনগড়া 
তৈরি তাই বিজ্ঞ কোন আলেমকে না দেখিয়ে কোন অ্যাপ ইনস্টল করবেন না এবং আমলও করবেন না।

আজকের পোস্ট এ পর্যন্তই। যদি এর দ্বারা আপনার বিন্দুমাত্রও উপকার হয়। তাহলে অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকরও দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। 

Post a Comment

Previous Post Next Post
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন