লেখক নিয়োগ পোস্ট, কওমী কলমে আপনিও লেখালেখি করে নিজের জ্ঞান শেয়ার করুন।

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন,  প্রিয় পাঠক! আপনি জেনে আনন্দিত হবেন যে, এখন থেকে আপনিও কওমী কলমে আপনার জ্ঞান ভাগ করতে পারবেন 😍

যেহেতু কওমী কলম একটি সর্বজনীন ধর্মীয় এবং টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট। তাই পাঠকদের পোস্ট পড়ার পাশাপাশি যারা লেখালেখি করতে পছন্দ করেন, তাদেরকে আমরা একটা সুযোগ করে দিবো যাতে তারাও লেখালেখি করতে পারে এবং তার লেখার দ্বারাও অন্যদের উপকার হয়। 

প্রিয় পাঠক! বর্তমান অনলাইনের যুগ, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে শুধু টাকা আর এম্বি খরচ করে সময় নস্ট করা বোকামী ছাড়া কিছুই নয়। তাই অযথা সময় নস্ট না করে কোন একটা বিষয়ের উপর আপনার স্কিল তৈরী করুন।

যতটুকু সময় অনলাইনে ব্যায় করেন সেটা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ব্যয় করার চেষ্টা করুন, কোন কিছু শিখুন এমন কোন কাজ নেই; যা এখন অনলাইনে পাওয়া যায়না। আপনি অন্যদের টেলেন্ট দেখার পাশাপাশি নিজেও কিছু শিখুন অন্যদেরকে শিখান,  

মূল কথায় আসি, কওমী কলম একটি সর্বজনীন প্লাটফর্ম যেখানে সকল পাঠকদেরকে প্রতিভা প্রকাশ করার সুযোগ করে দিচ্ছে, আপনি যদি আপনার জ্ঞান ভাগ করতে চান, তাহলে শর্ত সাপেক্ষে লেখক আবেদন করতে পারবেন।

🔰 কারা লেখক আবেদন করতে পারবে? 

🔹যারা লেখালেখি করতে আগ্রহী নিজের লেখা প্রচার প্রসার করার কোন প্লাটফর্ম পাচ্ছেনা। 

🔸আপনার লেখার দ্বারা অন্যদের উপকার, ইসলাম প্রচারের উদ্দেশ্য থাকতে হবে।

🔹টেকনোলজি বিষয় হলে,  সামাজিক এবং ব্যক্তির নিরাপত্তার স্বার্থে মানুষদেরকে অবগত করানো।

🔰 সে সব বিষয় লিখতে পারবেন।

🔹নিজের লিখিত ইসলামিক যে কোন ধরণের লেখা হোক সেটা গল্প, কবিতা, বা বিষয় ভিত্তিক কোন বয়ান।

🔸তথ্য প্রযুক্তি বিষয়ক যে কোন ট্রিকস। যেটার দ্বারা ভিজটরদের নতুন কিছু জানা ও শিখা হবে।

🔸আমাদের সাইটে দেওয়া যে ক্যাটাগরি রয়েছে এর বিতরে যে কোন বিষয়ে পোস্ট করা যাবে।

🔹যা লিখবেন তথ্য ভিত্তিক রেফারেন্স সহ লিখবেন,আর এটাই বেশী উপকারী লিখনি। 

🔰 যে সব কাজ করা যাবেনা। 

🔹 কারো লেখা কপি পেস্ট করা যাবেনা, যতটুকু লিখবেন নিজের যোগ্যতায় লিখবেন, 

মনে রাখবেন অন্যের লেখা কপি করাতে আপনার কোন ফায়দা নেই, আমরা আপনার প্রতিভা প্রকাশ করার সুযোগ করে দিচ্ছি অন্যের লেখা কপি করার জন্য নয় 

🔸 কোন কিছুর বিজ্ঞাপন/প্রমোট দিতে পারবেন না; হ্যা তবে উপকারী বিষয় কোন বই,এ্যাপ যেটার দ্বারা পাঠকদের উপকার হবে সেটার রিভিউ দিতে পারবেন।

🔹 টেকনলোজি বিষয়ে আর্টিকেল লিখলে,  কোন ধরনের হ্যাকিং বা স্পাম, এ জাতীয় কিছু শেয়ার করতে পারবেন না।

🔸কোন সিনেমা বা মুভির রিভিউ, এজাতীয় কোন কিছুই প্রমোট বা লিংক শেয়ার করতে পারবেন না।

উপরোক্ত বিষয় গুলো যদি আপনি মানতে পারেন তাহলে নিচের লিংকে প্রবেশ করে লেখক আবেন ফরম পুরণ করুন, 

সতর্কতাঃ ফরম পুরণ করতে হলে যা যা তথ্য চাওয়া হচ্ছে সব গুলো সঠিক ভাবে দিবেন, একবার সাবমিট করার পর আর ইডিট করার সুযোগ থাকবেনা ⚠️

অবশ্য ইমেইল সঠিক দিবেন কারণ সেটাতে লিংক পাঠানাো হবে, যোগাযোগের জন্য ফেসবুক আইডি দিলে ভালো হয়।

ফরম সঠিক ভাবে পূরণ করে থাকলে ২৪ঘন্টার মধ্যে  আপনার ইমেইলে লেখক Invited মেইল প্রেরণ করা হবে, পরবর্তী পোস্টে সকল নিয়ম বলে দেওয়া হবে। 

কিভাবে ব্লগে লিখতে হয় এ বিষয়ে যদি আপনি একবারেই না জানেন তাহলে পূর্ব প্রস্তুতি স্বারূপ ইউটিউব বা গুগল থেকে দেখে নিতের পারেন।

Keyword Research 

“কিভাবে ব্লগে পোস্ট করবেন” 
“কিভাবে ব্লগে লিখতে হয়” 
“ব্লগে পোস্ট করার নিয়ম” 
“আর্টিকেল লেখার নিয়ম” 
“ব্লগিং a to z শিখুন”
এসব লিখে সার্চ করলে অনেক লেখা,ভিডিও পেয়ে যাবেন। সে গুলো দেখলে মোটামুটি ধারণা পাবেন,  বাকি গুলো আমরা একটা শর্ট কোর্সে শিখিয়ে দিবো ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্তই,ভালো থাকুন সুস্থ থাকুন, শিক্ষানীয সকল বিষয়ে আপডেট পেতে নিয়মিত কওমী কলম ভিজিট করুন।  আল্লাহ হাফেজ

1 Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post