ছোট্ট একটি Apps ব্যবহার করে সহজেই WhatsApp এর কল রেকর্ড করুন।


WhatsApp-এ হাজারো ফিচার মিললেও যে সুবিধাটির প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করে থাকেন তা হল – কল রেকর্ডের অপশন।

আসলে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি থেকে ভয়েস বা ভিডিও কল করা গেলেও, তা প্রয়োজনে রেকর্ড করার কোনো অফিসিয়াল ফিচার দেয়নি কোম্পানি।

তবে যদি কখনও আপনারও এই ধরণের সুবিধা ব্যবহার করার দরকার হয়, তাহলেও কিন্তু চিন্তার কোনো প্রয়োজন নেই! কারণ, শুধু একটি কাজ করে আপনি খুব সহজেই WhatsApp-এর কল রেকর্ড করতে পারবেন। ভাবছেন কীভাবে? তাহলে বলি,

এর জন্য আপনাকে Google Play Store থেকে শুধু একটি অ্যাপ ডাউনলোড করে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। আসুন এই বিষয়ে জেনে নিই।
কীভাবে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন?

১. যেমনটা প্রথমেই বলেছি, হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে।




২. তারপর এখান থেকে ‘Call Recorder – Cube ACR’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এটি একটি ফ্রি অ্যাপ, মানে এই অ্যাপ ব্যবহার করতে টাকা লাগবেনা।

Download Now Call Recorder



৩. সেক্ষেত্রে অ্যাপটি ডাউনলোড হওয়ার পর আপনাকে ফোনের অ্যাক্সেসিবিলিটি (Accessibility) অপশনে যেতে হবে।

৪. পরবর্তী ধাপে সেটিংস (Settings) অপশনে থেকে আপনাকে প্রয়োজনীয় পারমিশন (permission) এনাবেল করতে হবে।

৫. এরপরে প্রদত্ত কিছু অপশনের মধ্যে থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিংয়ের বিকল্পটি বেছে নিতে হবে।

এতে, যখনই আপনি প্ল্যাটফর্মটিতে কোনো কল আসবে তা রেকর্ড হবে এবং ফোনে সেভ হবে।

App Screenshots











আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন,

কওমী কলমের সাথেই থাকুন।

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন