জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে নিযুক্ত হলেন মুফতি আব্দুল মালেক সাহেব।


দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন দেশবরেণ্য ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আব্দুল মালেক। শুক্রবার (১৮ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুফতি আব্দুল মালেক দেশের অন্যতম প্রসিদ্ধ ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান 'মারকাজুদ দাওয়াহ'-এর পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামিক স্টাডিজ, হাদিস এবং ফিকহে ইসলামি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। মুফতি বিচারপতি তাকী উসমানীসহ বিশ্বখ্যাত ইসলামি স্কলারদের অধীনে তার অধ্যয়ন সম্পন্ন হয়।


বিশ্বের অন্যতম সেরা ইসলামি পণ্ডিত ও সৌদি আরবের রিয়াদের ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ.)-এর তত্ত্বাবধানে তিনি দু’বছর হাদিস ও ফিকহ বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।

মুফতি আব্দুল মালেক মক্কা, মদিনা, পাকিস্তান, ভারত ও তুরস্কসহ বিভিন্ন দেশে সফর করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা ১৬টি, যা বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি মাসিক আল-কাউসার নামক একটি গবেষণা পত্রিকার সম্পাদক।

নবনিযুক্ত খতিব মুফতি আব্দুল মালেকের এই নিয়োগ মুসলিম উম্মাহর জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের ইসলামি গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।


Post a Comment

أحدث أقدم
icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন